বৃহস্পতিবার,২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাকায় বিশ্ব কবিমঞ্চের আয়োজনে কবিতা উৎসব অনুষ্ঠিত

ঢাকায় বিশ্ব কবিমঞ্চের আয়োজনে কবিতা উৎসব অনুষ্ঠিত

  সিলেট প্রতিনিধি –বিশ্বসাহিত্য কেন্দ্র, ঢাকায় বিশ্ব কবিমঞ্চ-এর আয়োজনে কবিতা উৎসব ২০২৩ অনুষ্ঠানটি উদ্বোধন করেন কবি অধ্যাপক ডা. হারিসুল হক। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক কবি আনজীর লিটন, বিশেষ অতিথি অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, বিশ্ব কবিমঞ্চ -এর কেন্দ্রীয় আহবায়ক কবি পুলক কান্তি ধর। প্রধান আলোচক ছিলেন কবি ড. সৈয়দ আজিজ আর সংবর্ধিত অতিথি ভারতের পশ্চিমবঙ্গের বিশিষ্ট আবৃতি শিল্পী স্বপ্না দে।

কবি অধ্যাপক নিরঞ্জন অধিকারীর সভাপতিত্বে ও রুপালী বড়ুয়ার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন কবি ডা. শেখ মোহাম্মদ নূর ই আলম ডিউ, রেড টাইমস-এর প্রধান সম্পাদক কবি সৌমিত্র দেব। কবিকন্ঠে কবিতা পাঠ করেন কবি লিলি শেঠ, কবি রাজিয়া সুলতানা, কবি গোলাম কিবরিয়া, কবি সেলিমা আজিজ, কবি অমিতা মজুমদার, কবি মাহবুবুর রহমান, কবি রাজিয়া রহমান পিংকী, কবি মোঃ শাহজাহান, কবি নাহার আহমেদ, কবি নিলুফা জামান ও কবি জাকিয়া সুলতানা। একক আবৃত্তি করেন ভারতের পশ্চিমবঙ্গের বিশিস্ট শিল্পী স্বপ্না দে।

পরে বিশ্ব কবিমঞ্চ-এর পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় কবি আনজীর লিটন, কবি অধ্যাপক ডা. হারিসুল হক, কবি গোলাম কিবরিয়া ও ভারতের আবৃতি শিল্পী স্বপ্না দেকে।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন চামেলী সিনহা, কে এম সানোয়ার হুসেন নয়ন ও মেহেদী পারভেজ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email