রবিবার,১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে টাস্কফোর্সের অভিযানে দেড় কেজি হিরোইন জব্দ

চট্টগ্রামে টাস্কফোর্সের অভিযানে দেড় কেজি হিরোইন জব্দ

চট্টগ্রামের এ কে খান এলাকায় প্রায় ১.৫ কোটি টাকা মূল্যমানের হেরোইন উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ জুন), সন্ধা থেকে রাত ৯:০০ ঘটিকা পর্যন্ত একেখান এলাকায় মহাসড়কে শ্যামলী সার্ভিসের একটি বাসে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক, বিজিবি, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ গঠিত টাস্কফোর্স।সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।
এ ঘটনায় বাসটির চালক, সুপারভাইজার ও হেল্পারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের ফোজদারহাট থেকে একেখান এলাকায় বিজিবি, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ গঠিত টাস্কফোর্স এর সহায়তায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় একেখান এলাকায় মহাসড়কে শ্যামলী সার্ভিসের ঢাকা মেট্রো -ব ১৫-১২৬৯ নাম্বার একটি বাসে অভিযান চালিয়ে প্রত্যেক যাত্রীর ব্যাগ তল্লাশী করার পরে একটি ব্যাগ থেকে আট প্যাকেট হিরোইন উদ্বার কড়া হয় যার আনুমানিক মূল্য ১.৫ কোটি টাকা। তবে উদ্ধারকৃত ব্যাগ এর মালিককে আটক করা সম্ভব হয়নি।
গাড়ির ড্রাইভার এবং কর্মীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে। আইনি প্রক্রিয়ার জন্য বাস থেকে জব্দকৃত মাদক পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর কাছে হস্তান্তর করা হয়।
এই অভিযানে টাস্কফোর্সের অন্যান্য সদস্যের মধ্যে উপস্তিত ছিলেন বিজিবির মেজর আমিরুল, অতিরিক্ত পরিচালক ( প্রশাসন) ,চট্টগ্রাম ,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর এস আই সানাউল্লাহ এবং এস আই জাহেদুল ইসলাম যিনি বাদি থাকবেন এই মামলায়। পুলিশের উপপরিদর্শক মো: সায়েম, বিজিবি ও পুলিশের অন্যান্য সদস্যরা সঙ্গে ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email