সোমবার,১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আল্লামা শেরে মিল্লাত কনফারেন্সে বক্তারা আল্লামা নঈমী ছিলেন বাতিল ও ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে আপোষহীন

আল্লামা শেরে মিল্লাত কনফারেন্সে বক্তারা
আল্লামা নঈমী ছিলেন বাতিল ও ইসলাম
বিদ্বেষীদের বিরুদ্ধে আপোষহীন

 

চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শায়খুল হাদিস,আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত বাংলাদেশ’র সাবেক চেয়ারম্যান শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবায়দুল হক নঈমী (রহঃ)’র ৩য় ওফাত বার্ষিকী উপলক্ষে শেরে মিল্লাত (রহঃ) ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহাসিক শেরে মিল্লাত কনফারেন্স গত ১৩ জুন বিকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে শেখুল ওলামা আল্লামা হাফেজ সোলায়মান আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন। প্রধান বক্তা ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত বাংলাদেশ’র চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দীন আশরাফী (মজিআ)। বক্তারা বলেন আল্লামা মুফতি ওবায়দুল হক নঈমী ছিলেন একজন ইসলামী জ্ঞান ভা-ারের বিশ্বকোষ। তিনি একদিকে যেমন ছিলেন একজন অনলবর্শী বক্তা অপরদিকে তিনি ছিলেন শ্রেণিকক্ষের একজন শ্রেষ্ঠ শিক্ষক। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা অবিশ্বাস নিয়ে তিনি ছিলেন অবিচল ও দৃঢ়। এক্ষেত্রে তিনি ছিলেন আপষহীন। তার অন্তদৃষ্টি আমাদেরকে বিস্ময় সৃষ্টি করে।ইসলাম বিকৃতকারী ও বাতিলদের বিরুদ্ধে তার যৌক্তিক উপস্থাপনা এবং জ্ঞানের গভীরতা এখনো সুন্নি সমাজকে আলোকিত করে। আল্লামা নঈমী সিলসিলায়ে আলিয়া কাদেরিয়ার একজন মুখপাত্র ছিলেন। আপন পীর মুর্শিদের প্রতি ছিলেন দৃষ্টান্ত রাখার মত ওয়াফাদার। জামেয়া আহমদিয়া সুনিয়ার তাঁর আমৃত্যু খেদমত চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক কার্যক্রম জোরদারের ক্ষেত্রে সকলের কাছে ছিলেন অনুপ্রেরণার উৎস। কনফারেন্স প্রস্তুতি কমিটির প্রধান মাওলানা আবদুল মালেকের অনুষ্ঠান সঞ্চালনায় আল্লামা নঈমী (রহঃ)’র জীবন ও কর্মের ওপর আলোচনায় অংশ নেন, আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন, সহ সেক্রেটারী আলহাজ্ব গিয়াস উদ্দীন সাকের, আনজুমান সদস্য কমর উদ্দীন সবুর, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট’র মহাসচিব জননেতা আলহাজ্ব স উ ম আবদুস সামাদ, পীরে ত্বরিকত আল্লামা সৈয়্যদ মছিহুদ্দোলা, আল্লামা মুফতি কাজী আবদুল ওয়াজেদ, আল্লামা আশরাফুজ্জামান আলকাদেরী, আনজুমান রিসার্চ সেন্টারের মহা পরিচালক আল্লামা আবদুল মান্নান, উপাধ্যক্ষ আল্লামা জুলফিকার আলী চৌধুরী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দীন আল আযহারী, আল্লামা শাহ খলিলুর রহমান নিজামী, ড, মুহাম্মদ আনোয়ার হোসাইন, ড, মুহাম্মদ আবদুল হালিম কাদেরী, আল্লামা ড. আ.ত.ম. লিয়াকত আলী, মাওলানা আবদুল আজিজ আনোয়ারী, আল্লামা আবু তৈয়ব চৌধুরী, অধ্যাপক মাওলানা মীর আবদুর রহীম, মাওলানা সৈয়দ মুহাম্মদ ইউনুস রেজভী, আল্লামা আবুল হাসেম শাহ, আল্লামা আবুল আসাদ জোবাইর রজবী। আল্লামা হাফেজ আনিসুজ্জামান আলকাদেরী, সৈয়দ আবু নওশাদ নঈমীসহ দেশের খ্যাতনামা ওলামা-মাশায়েখ ও বিভিন্ন পেশাজীবী ব্যাক্তিবর্গ কনফারেন্সে উপস্থিত ছিলেন। পরে মুনাজাত পরিচালনা করেন আল্লামা হাফেজ সোলায়মান আনসারী।

\

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email