
জৈষ্ঠ্যের বৃষ্টি
শরণংকর বড়ুয়া
প্রচন্ড গরমের পর ধরণীতে
ঝুম বৃষ্টি হয়ে গেলো।
দেশ জুড়ে শান্তিতে মানুষ
সকলে স্বস্তি পেলো।
উত্তর দক্ষিণের প্রচুর বাতাস
ঘুরপাক খাছে চার পাশ।
বৃষ্টি পড়ে টিনের চালে
আম ঝরছে টুস টাস।
কাক, কবুতর, পাখি দিশেহারা
ভিজা শরীরের কাঁপছে।
নাতি আমার তাদের দেখে
মনের আনন্দে খিলখিলিয়ে হাসছে।
মাঝে মাঝে বিজলী চমকায়
ঘন মেঘে আকাশ ঢাকা।
নদীর পাড়ে কেয়া ঘাটে
নৌকা হলো ফাঁকা।
কানি বগা ঠাঁই দাঁড়িয়ে
শিকার করছে ছোট্ট মাছ।
পানির স্রোতে ভেসে গেল
বগার চোখে হায়হুতাশ।
নিউজটি পড়েছেন : ১৯৭