
শেখ হাসিনা কারামুক্তি লাভ না করলে বাংলাদেশ
একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হতো —এম এ সালাম
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবসে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় সংগঠনের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম সভাপতির বক্তব্যে বলেছেন, নির্বাসিত গনতন্ত্রে বাংলার মানুষ যখন চরম হতাশায় ঠিক সে সময়ে ২০০৮ সালের এদিনে জনমত ও আন্তর্জাতিক চাপের মুখে ১/১১ এর কুশীলবরা জনককন্যা, বিশ্বনেত্রী শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়েছিলেন।সেদিন তিনি কারামুক্তি লাভ না করলে এদেশ একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হতো।সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মোঃ আতাউর রহমান বলেন, দেশরত্ন শেখ হাসিনার সেদিনের সেই কারামুক্তির কারণেই তার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে আজ রোল মডেল,যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় আজ বিকেলে দোস্ত বিল্ডিং কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেনসহ সভাপতি অধ্যাপক মো মঈনুদ্দিন, আবুল কাশেম চিশতি, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শাহ, সম্পাদক মন্ডলীর সদস্যই ইঞ্জিনিয়ার মেজবা উল আলম লাভলু,আবু তালেব,এনায়েত হোসেন নয়ন,আসম ইয়াছিন মাহমুদ, কার্যনির্বাহী সদস্য বেদারুল আলম চৌধুরী বেদার, ফোরকান উদ্দিন আহমেদ,মো সেলিম উদ্দিন, মহিউদ্দিন মঞ্জু, আকতার হোসেন খান,সাহেদ সরোয়ার শামীম,বখতেয়ার সাঈদ ইরান,আখতার উদ্দিন পারভেজ, মনজুর মোশেদ ফিরোজ,মহিলা আওয়ামী লীগ সভানেত্রী দিলোয়ারা ইউসুফ,সাধারণ সম্পাদিকা এড বাসন্তী প্রভা পালিত,মস্যজীবী লীগ সভাপতি হারন অর রশীদ, সাদাত আনোয়ার সাদী প্রমুখ।
নিউজটি পড়েছেন : ২৬৭