
আবহাওয়ার পূর্বাভাস
আজ (১০/০৬/২০২৩ খ্রিঃ তারিখ) সন্ধ্যা ০৬ টা হতে আগামীকাল (১১/০৬/২০২৩ খ্রিঃ তারিখ) সন্ধ্যা ০৬ টা পর্যন্ত চট্টগ্রাম ও পা
এলাকা সমূহের জন্য আবহাওয়ার স্থানীর পূর্বাভাস:

আবহাওয়াঃ আকাশ মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সে সাথে অনেক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ হতে পারে। তবে, কিছু কিছু জায়গায় মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
তাপমাত্রাঃ রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বাতাসের দিক ও গতিবেগঃ দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক হতে ঘণ্টায় ১০-২০ কি. মি. বেগে যা দমকা হাওয়ার আকারে ৪৫-৬০ কি.মি. তারও অধিক বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।
গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমান (বিকাল ০৩ টা পর্যন্ত)= ৫৭.০ মি.মি.।
সর্বনিম্ন আজ (১১/০৬/২০২৩ খ্রিঃ তারিখ )
সূর্যোদয়ঃ ভোর ০৫ টা ০৮ মিনিট।সূর্যান্তঃ সন্ধ্যা ০৬টা ৩৭ মিনিট।
আগামীকাল (১১/০৬/২০২৩ খ্রিঃ তারিখ) কর্ণফুলী নদীর জোয়ার-ভাটার সময় সূচীঃ
১ম জোয়ার শুরু
রাত ১২ টা ৪৯ মিনিট,উচ্চতাঃ ০.৬৮ মিটার
১ম ভাটা শুরু
সকাল ০৬ টা ৫৭ মিনিট,উচ্চতাঃ ৪.২০ মিটার
২য় জোয়ার শুরু
বেলা ১ টা ১৬ মিনিট,উচ্চতাঃ ১.০৬ মিটার
২য় ভাটা শুরু
সন্ধ্যা ০৭ টা ১৮ মিনিট,উচ্চতাঃ ৪.৩৫ মিটার
চট্টগ্রাম সমুদ্র বন্দরের জন্য সতর্কবানীঃ স্থানীয় সতর্ক সংকেত নম্বর ০৩ (তিন)। এবং চট্টগ্রাম নদী বন্দরের জন্য সতর্কবানীঃ ০১ (এক) নং নৌ-সতর্ক সংকেত।