রবিবার,২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

নাজিরহাট পৌরবাসী জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে মতবিনিময় কালে ★আমার আহবানে পৌরবাসী নৌকার প্রার্থীকে বিজয়ী করায় প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর ★ —-এ টি এম পেয়ারুল ইসলাম

নাজিরহাট পৌরবাসী জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে মতবিনিময় কালে★আমার  আহবানে পৌরবাসী নৌকার প্রার্থীকে বিজয়ী করায় প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর ★
—-এ টি এম পেয়ারুল ইসলাম

নিউজ ডেস্কঃ-  আজ বুধবার বিকাল ৫ টায় চট্টগ্রাম লালদিঘী পাড়স্থ চট্টগ্রাম জেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে ফটিকছড়ি নাজিরহাট পৌরবাসীর সথে চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় এ টি এম পয়োরুল ইসলাম বলনে, নাজিরহাট পৌরবাসী আমার আহবানে নৌকার প্রার্থীকে বিজয়ী করেছেন। পৌরবাসীর প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা কাজ করছি নাজরিহাট পুরাতন ব্রীজের কাজ শীঘ্রই শুরু হবে। হালদা নদীর উপর সিদ্ধস্বরী পাঁচপুকুরিয়া নান্দনিক ব্রীজ ৫০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন শুরু হবে। নাজিরহাট ব্রীজ পরিদর্শনে আসবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব । আমি এই সেতুর জন্য অনেক দিন পর্যন্ত কাজ করছি। এখন তা বাস্তবায়ন হচ্ছে। যাতে নাজরিহাট ফটকিছড়রি মানুষ সহজইে যাতায়াত করতে পারব।ে মানুষরে উন্নয়নে কাজ করছে সরকার । পাশাপাশি এলাকার শক্ষিা, সংস্কৃতি ও খলোধূলাসহ বভিন্নি উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে নাজিরহাট পৌরসভা । মাননীয় প্রধানমন্ত্রী জননত্রেী শখে হাসনিার র্স্মাট বাংলাদশে গঠনে সকলকে একসাথে কাজ করতে হবে।
তনিি আরো বলনে, সরকার বভিন্নি উন্নয়ন প্রকল্প হাতে নয়িে বাস্তবায়ন করছনে। সরকাররে উন্নয়ন প্রকল্পগুলো সকলরে সমন্বতি চষ্টোয় এগয়িে নয়িে যতেে হব।ে আগামী নর্বিাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে জননত্রেী শখে হাসনিাকে আবারো নর্বিাচতি করে উন্নয়নে ধারাবাহকিতা অব্যহত রাখতে কাজ করতে হব।ে আপনাদরে সবাইকে জনগণরে পাশে থকেে সরকাররে দৃশ্যমান উন্নয়ন প্রকল্প, উন্নয়ন কাজকে তুলে ধরার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য চেয়ারম্যান শওকতুল আলম শওকত, মঞ্জুর মোর্শেদ ফিরোজ, নাজিরহাট পৌরসভার মেয়র এ কে জাহেদ চৌধুরী, মো: রুহুল আমিন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম কিবরিয়া, বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এড. ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, চেয়ারম্যান শোয়াইব আল-সালেহীন, চেয়ারম্যান জায়নুল আবেদীন, চেয়ারম্যান শফিউল আজম, জেলা পরিষদের সদস্য এইচ.এম আলী আবরাহা, আওয়ামী লীগ নেতা বোরহান আহমেদ, মাসুদ পারভেজ, রাইসুল ইসলাম চৌধুরী এমিল, এমরান মুহুরী, পৌর আওয়ামী লীগ সভাপতি হোসেন শহীদ জাফর আলম, এস. এম হারেস মিয়া, দিদার সওদাগর, কাউন্সিলর মোস্তফা কামাল, মো: সোলায়মান, আবু তাহের, মোহাম্মদ আলী, মাও: মনজুর মিয়া, শ্রমিকলীগ নেতা দিদরি, মো: করিম, যুবলীগ সভাপতি হাসান, মো: আলাউদ্দিন।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email