রবিবার,১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রকল্পের ১০ দিনব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রকল্পের ১০ দিনব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন

নিউজ ডেস্কঃ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রকল্প (২য় পর্যায়) এর ব্যবস্থাপনায় আজ ২৯ মে, ২০২৩ খ্রি. তারিখ সকাল ১০.০০ ঘটিকায় চট্টগ্রাম জেলায় ২১ ভেন্যুতে শেখ রাসেল ডিজিটাল ল্যাবপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ‘আইসিটি ইন এডুকেশন, লিটারেসি, ট্রাবলস্যুটিং এন্ড মেইনটেনেন্স’ বিষয়ক ১০ দিনব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। প্রশিক্ষণ ভেন্যু সিএমপি স্কুল এন্ড কলেজ ভেন্যুতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম এর প্রোগ্রামার সাঈফ মোঃ জুলকার নাঈন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএমপি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিসেস ববি বড়ুয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক বলেন, ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য করে গড়ে তোলার প্র্রধান দায়িত্ব শিক্ষকদের। চট্টগ্রামকে দেশের প্রথম স্মার্ট জেলা হিসেবে রূপান্তরের জন্য স্মার্ট বাংলাদেশের ৪টি স্তম্ভ-স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি ও স্মার্ট গভর্নমেন্ট বিনির্মাণে সকলের সম্মিলিত প্রয়াস প্রয়োজন। চট্টগ্রাম জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৪১৮টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব রয়েছে, কিন্তু শিক্ষকদের কম্পিউটারে পর্যাপ্ত দক্ষতার ঘাটতি রয়েছে। এ ঘাটতি মোকাবেলায় শিক্ষকদের কম্পিউটার তথা তথ্য প্রযুক্তিতে দক্ষ করে তোলার জন্য এ ধরনের প্রশিক্ষণ খুবই ফলপ্রসু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, সারাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত মোট ৯০০১টি শেখ রাসেল ডিজিটাল ল্যাবের মধ্যে চট্টগ্রাম জেলায় ৪১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৬৭২ জন শিক্ষককে এ প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রথম দফায় চট্টগ্রাম মহানগরে ১০টি, পটিয়া উপজেলায় ৩, রাউজান উপজেলায় ৩টি, হাটহাজারী উপজেলায় ৩টি ও ফটিকছড়ি উপজেলায় ২টিসহ মোট ২১টি ব্যাচে ৪২০জন শিক্ষকের প্রশিক্ষণ আজ থেকে শুরু হচ্ছে। পরবর্তীতে বিভিন্ন ধাপে অবশিষ্ট শিক্ষকদের প্রশিক্ষণ শুরু হবে। জেলা ও উপজেলা পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামারগণের সরাসারি তত্ত্বাবধানে চট্টগ্রাম জেলায় উক্ত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান বেইজ টেকনোলজিস লিমিটেড।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email