সোমবার,১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রস্থ ওয়াশিংটন ডিসি কাউন্সিলর আরিফা রহমান রুমা-কে সম্মাননা প্রদান অনু‌ষ্ঠিত

যুক্তরাষ্ট্রস্থ ওয়াশিংটন ডিসি কাউন্সিলর আরিফা রহমান রুমা-কে সম্মাননা প্রদান অনু‌ষ্ঠিত

আন্তর্জাতিক প্রতিনিধিঃ- গত ২৭ মে, শ‌নিবার  হ্যামট্রমিকস্থ আল মদিনা রেষ্টুরেন্ট হল রু‌মে মি‌শিগান বাংলাদেশি কমিনিটি উ‌দ্যো‌গে গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের যুক্তরাষ্ট্র দূতাবাসের ওয়াশিংটন ডিসি’র মাননীয় কাউন্সিলর আরিফা রহমান রুমা মিশিগান আগমন উপলক্ষে সিনেটর পল ওয়নো ও মিশিগান ষ্টেট রিপ্রেজেন্টেটিভ লরি ষ্টোনের পক্ষে ট্রিবিউট পড়ে হস্তান্তর করেন টেন কংগ্রেসনাল ডেলিগেট ও ফিজারেল শিক্ষা বোর্ড এর ট্রাস্টি ড. খাজা শাহাব আহমদ।

উক্ত অনুষ্ঠান‌টি আয়োজন ক‌রেন
মিশিগান বাংলাদেশি কমিউনিটি’র অন‌্যতম নেতা নজরুল রহমান ও অনুষ্ঠান‌ পরিচালনা ক‌রেন এডভোকেট দীপক চৌধুরী।

এসময় মিশিগানে বসবাসরত বাংলাদেশি কমিনিটি’র বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অ‌তি‌থি মিশিগান আগমন কর‌লে বাংলাদেশি কমিনিটি’র পক্ষ থে‌কে ফুল দিয়ে বরণ করা হয়। প‌রে আলোচনা, সাংস্কৃতিক, নৈশভোজ দি‌য়ে অনুষ্ঠান শেষ করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email