
নিজস্ব প্রতিনিধিঃ- আজ ২৭ই মে, শনিবার১০ ঘঠিকায় ৩০ নং পূর্ব মাদার বাড়ী ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়। এ সময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রতিনিধিদের উপস্থিতিতে বর্তমান কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে ভোট প্রক্রিয়ার মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়। আলহাজ্ব সালাউদ্দিন ইবনে আহমেদ সভাপতি এবং মুজিবুল হক পেয়ারু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।৩০ নং পূর্ব মাদার বাড়ী ওয়ার্ডের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব সালাউদ্দিন ইবনে আহমেদ এর সঞ্চালনায় এবং ৩০ নং পূর্ব মাদার বাড়ী ওয়ার্ডের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি আলহাজ্ব জহির আহমদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দীন চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১১ আসনের সংসদীয় সদস্য আলহাজ্ব এম এ লতিফ এম.পি,চট্টগ্রাম-০৮ আসনের সংসদীয় সদস্য নোমান আল-মাহমুদ এম.পি।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া,চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোঃ ফয়সাল ইকবাল চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুন চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ হাসনী,সদরঘাট থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহাঙ্গীর চৌধুরী,সদরঘাট থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ সালাউদ্দিন, ৩০ নং পূর্ব মাদার বাড়ী ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আতাউল্ল্যাহ চৌধুরী সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুয়ায়ী আমরা সর্বদা কাজ করতে বদ্ধপরিকর।