সোমবার,১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে মে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ–  গত ২৬মে২০২৩ইং বিকাল ৫ ঘঠিকায় বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে মে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।নগর সংগঠন কার্যালয়, হাজী আলমগীর হোসেনের সভাপতিত্বে, মহিউদ্দিন মজনুর সঞ্চালনায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশ লেবার ফেডারেশন-বিএলএফ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন সভাপতি সালাউদ্দিন স্বপন বিশেষ অতিথি হিসাবে উপস্হীত ছিলেন বাংলাদেশ লেবার ফেডারেশন-বিএলএফ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ রবিউল হক শিমুল
বিগপ কেন্দ্রীয় কমিটির সভাপতি চন্দন কুমার দে
বিএলএফ মহানগর কমিটির সভাপতি নুরুল আবছার তৌহিদ
সাধারন সম্পাদক ও শ্রম আদালত সদস্য আবুআহম্মদ মিঞা, বিএলএফ জেলা মহিলা কমিটির সভাপতি গুলজার বেগম, তানজু আকতার, সোহেল, টিটু, সুলতানা, বিবি আমেনা, ফারুক ও জসিম উদ্দিন প্রমুক
বক্তাগন অনতি বিলম্বে নতুন মজুরি ঘোষনার জোর দাবী জানান প্রধান অতিথির বক্তব্যে জনাব সালাউদ্দিন বলেন মজুরী বোর্ড ঘোষণা সহ সমসাময়িক দাবী না মানলে বৃহত্তর আন্দোলনের কর্মসুচি ঘোষণা করে সকল শ্রেণি পেষার শ্রমিকদের নিয়ে রাজপথে থেকে সরকারকে বাধ্য করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সৈয়দ রবিউল হক শিমুল বলেন বর্তমান নিত্য প্রোয়জনিয় দ্রব্যমূল্যের সাথে সমাঞ্জস্য রেখে RMG শ্রমিকদের নিন্মতম মজুরী ২৩০০০টাকা ৬৫% মুল বেতন ঘোষণা সহ সকল শ্রনি পেষার শ্রমিকের নতুন মজুরী ঘোষণা করতে হবে। শ্রমজীবী মানুষের জন্য টের্ড ইউনিয়ন অথবা ফেডারশন এর মাধ্যমে রেশন কার্ড চালু করতে হবে। শ্রমিকদের ছেলে মেয়েদের শিক্ষা অবৈতনিক করতে হবে। বিনামূল্যে চিকিৎসার জন্য কার্ড চালু করতে হবে। অতি পরিসেবা আইন বাতিল করতে হবে। রেলওয়ে রানিং স্টাপ শ্রমিক ইউনিয়নের দাবী মাইলেজ চালু সহ ন্যায়সঙ্গত সকল দাবী সংলিস্ট্ট কতৃপক্ষ ও সরকারকে বাস্তবায়ন করতে অনুরোধ করনে এবং চট্টগ্রাম বন্দর টার্মিনাল বিদেশি তিন কোম্পানিকে না দেওয়ার জন্য দাবী জানান।
অন্যথায় চট্টগ্রাম সকল শ্রেণীপেষার মানুষকে নিয়ে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে সকল দাবী আদায় করতে সরকারকে বাদ্য করা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email