
প্রেস বিজ্ঞতিঃ– বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ’র যুগ্ম-মহাসচিব, বুদ্ধগয়া বাংলাদেশ বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাতীয় বৌদ্ধ নেতা, মি. দেবপ্রিয় বড়ুয়া “শ্রেষ্ঠ সমাজ সজ্জন রত্ন সম্মাননা ২০২৩ স্বর্ণপদক” এর জন্য মনোনীত হয়েছেন।
আজ ১২ মে ২০২৩ খ্রি. মি. দেবপ্রিয় বড়ুয়া’র প্লাটিনাম জয়ন্তী ও আজীবন সম্মননা প্রদান অনুষ্ঠানে আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি- ভারতের সাধারণ সম্পাদক অধ্যাপক দেবকন্যা সেন নিজেই উপস্থিত থেকে এই বিরল সম্মাননা পত্র-স্বর্ণপদক হস্তান্তর করবেন।আজ ১২ মে রোজ শুক্রবার বিকেল ২ ঘটিকায় চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে প্লাটিনাম জয়ন্তী ও আজীবন সম্মননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সম্মানিত সুধিজনদের উপস্থিতি একান্ত কাম্য।
নিউজটি পড়েছেন : ২৭০