মঙ্গলবার,২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার 

নেত্রকোনা প্রতিনিধিঃ-নেত্রকোনার হাওরাঞ্চলখ্যাত খালিয়াজুরী উপজেলার বানিয়াপাড়া গ্রমে এক প্রতিবন্ধী কিশোরীকে আম খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগে সাগর চন্দ্র দাস (২৩) নামের এক বখাটে।ঐ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

ধর্ষণের বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে জানালে বুধবার বিকেলে সাগরকে আটক করে পুলিশ। আজ (১১ মে) বৃহস্পতিবার সাগর চন্দ্র দাসকে আদালতে পাঠানো হয়েছে।বুধবার (১০ মে) সকালে উপজেলার সদর ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সাগর চন্দ্র দাস উপজেলার সদর ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার সুভাষ চন্দ্র দাসের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে সাগর আম খাওয়ানোর লোভ দেখিয়ে তার চাচা ইউপি সদস্য (মেম্বার) অজিত কুমার দাসের টিনের গোয়াল ঘরে নিয়ে আনুমানিক সকাল ১০টার দিকে ওই বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণ করে সাগর চন্দ্র দাস।

ঘটনার বিবৃতিতে জানা যায়, সাগর চন্দ্র দাস ওই বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে গোয়াল ঘরে ডেকে নেয়ার সময় ভুক্তভোগীর সাথে দুই শিশু ছিল। এসময় সাগর তাদেরকে ধমক দিয়ে চলে যেতে বলেই ঘরের দরজা বন্ধ করে দেয়। ওই দুই শিশু গিয়ে ভুক্তভোগীর মাকে জানায় সাগর কিশোরীটিকে গোয়াল ঘরের ভিতরে নিয়ে কি যেন করছে। পরে কিশোরীর মা তাড়াতাড়ি ছুটে এসে দেখতে পান ভেতর থেকে গোয়াল ঘরের দরজা বন্ধ ও কান্নার শব্দ শোনা যায়। কিশোরীর মা ঘরের দরজা খুলতে বললে দরজা না খুলে তালবাহনা শুরু করে সাগর।কিছুক্ষণ পরে অনেক চেষ্টার পর দরজা খুললে ভুক্তভোগীর মা ঘরে ঢুকে দেখতে পান ঘরের পেছনের দরজা খোলা। কিশোরী ও সাগর তাদের কাউকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে থাকেন। সাগরের সাথে দেখা হলে কিশোরীর কথা জিজ্ঞেস করলে অভিযুক্ত যুবক ভুক্তভোগীর মাকে খুনের হুমকি দিয়ে ভয়-ভীতি দেখায়। এর আধা ঘন্টা পরে কিশোরী বাড়িতে ফিরে তার মাকে ধর্ষণের কথা বলে এবং ভুক্তভোগী আরও জানায় সে চিৎকার দিতে চাইলে মুখ চেপে ধরে রাখে সাগর।

ঘটনার খবর পেয়ে অভিযোগ দাখিলের পূর্বেই থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক রানা ঘটনার দিন বুধবার বিকেলে খালিয়াজুরী বাজার থেকে অভিযুক্ত সাগরকে আটক করেন।বিষয়টি জানাজানি হওয়ার পর বুধবার রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণের অভিযোগে সাগর চন্দ্র দাসের বিরুদ্ধে মামলা করেন। অভিযুক্ত যুবক সাগরের পরিবারের লোকজন বিষয়টি ধামাচাপার চেষ্টা করে চেষ্টা করে।খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃত সাগরকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে আজ
বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email