রবিবার,২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিক্ষিকা মালতী চৌধুরীর স্মরণ সভা

শিক্ষিকা মালতী চৌধুরীর স্মরণ সভানিজস্ব প্রতিনিধিঃ-

পশ্চিম শাকপুরা দেওয়ানজী বাড়ির জমিদার সারদা প্রসাদ চৌধুরীর তৃতীয় পুত্র শিক্ষক সরোজ কান্তি চৌধুরীর সহধর্মিণী,শ্রীঅরবিন্দ বিদ্যাপীঠ ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষিকা মালতী চৌধুরীর স্মরণে গত সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম সাহিত্য পাঠচক্র এর উদ্যোগে নন্দনকানন বিজয় শংকর চৌধুরীর বাসায় স্মরণ সভা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শিক্ষক বাবুল কান্তি দাশ, প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ বিজয়লক্ষ্মী দেবী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বীর মুক্তিযোদ্ধা ভানু রঞ্জন চক্রবর্তী, শিক্ষক দীপক কুমার পালিত, কবি আশীষ কুমার সেন, কবি সোমা মুৎসুদ্দি,কবি সজল দাশ,মনজুর আলম,ব্যাংকার চন্দন কুমার চৌধুরী, প্রধান শিক্ষক লিটন কুমার চৌধুরী, শ্যামল দাশ,সাবেক প্রধান শিক্ষক বিজয় শংকর চৌধুরী সংগীত শিল্পী অচিন্ত্য দাশ, মালতী চৌধুরীর বড় ছেলে কথক নাট্য সম্প্রদায় পরিচালক বিক্রম চৌধুরী, ছোট ছেলে প্রকৌশলী হৃষীকেশ চৌধুরী, কন্যা শিক্ষিকা সংগীতা চৌধুরী রোজী,বড় পুত্রবধু শর্মিলা চৌধুরী, ছোট পুত্রবধু সংগীতা চৌধুরী মুন্নী, নাতনি ত্বিষা চৌধুরী, উপস্থিত ছিলেন।

শিক্ষাবৃত্তি প্রাপ্ত ছাত্রী সুবর্না আক্তার সাদিয়া।

সংগীত পরিবেশন করেন শিল্পী অচিন্ত্য কুমার দাশ ও সংগীতা চৌধুরী।

সভা পরিচালনা করেন চট্টগ্রাম সাহিত্য পাঠচক্র এর সম্পাদক সাংবাদিক কবি আসিফ ইকবাল। সভা শেষে সকলকে আপ্যায়ন করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email