
কবি ও কবিতাঃ-ফারজানা আফরোজ
ছড়া- দাবার চাল
রাজা নাই, রাজ্য নাই
দিচ্ছে দাবার চাল,
ঘোড়া, মন্ত্রী, হাতি সৈন্য
হচ্ছে বেসামাল ।
যুদ্ধ হচ্ছে রাজায় রাজায়
মিনিস্টারের দাপট খুব,
দাবা বোর্ডে খেলছে সাড়া
দাবাড়ু তাই ভাবছে চুপ ।

কোনাকুনি চলছে হাতি
মন্ত্রী তো যায় চারিদিক,
ঘোড়া লাফায় আড়াই ঘরে
খেলার হিসাব নেইতো ঠিক ।
সৈন্য দিয়ে মন্ত্রী বানায়
খেলাই তখন জমে ক্ষীর,
দুই মন্ত্রী চেক দিয়ে যায়
রাজ্য দখল উচায় শির ।
খেলতে গিয়ে ঝগড়া করে
চাল ফেরতের চান্স তো নেই,
রাজায় রাজায় যুদ্ধ শেষে
এক দাবাড়ু হারায় খেই ।।
ছড়া-ঈদ মোবারক
ঈদ আসছে প্রহর গুনি
গরুর হাটের কথা শুনি,
রোদ, বৃষ্টি আসুক না ঝড়
ঈদ মোবারক ধ্বনি শুনি ।
সারা বছর এতো গরু
কোনখানে যে থাকে,
গরু আসে হেঁটে হেঁটে,
গরু আসে ট্রাকে।
ছাগল, গরুর হাট বসেছে-
কেউ দেবে উট ভেড়া,
খোকা খুকির নাচন দেখো
খুশির খবর ঘেরা ।
গরু,খাসির ছবি অনেক
হচ্ছে দেখি ছাপা,
ভাব ধরে এক মডেল যেনো
হাসছে কাঁপা কাঁপা।
ঈদ মানে দূর ওই নীলিমায়
বাঁকা চাঁদের হাসি,
ঈদ মানে ভাই মনের পশুর
দাও করে কোরবানি।।