সোমবার,২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

স্কলারশিপ প্রাপ্ত বাংলাদেশী শিক্ষার্থীদের ভর্তি বাতিলের উদ্দেশ্যে অপপ্রচারকারী চক্রের ১গ্রেফতার ও ব্যবহৃত ডিভাইস উদ্ধার

স্কলারশিপ প্রাপ্ত বাংলাদেশী শিক্ষার্থীদের ভর্তি বাতিলের উদ্দেশ্যে অপপ্রচারকারী চক্রের ১গ্রেফতার ও ব্যবহৃত ডিভাইস উদ্ধার

সিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিটের অভিযানে যুক্তরাষ্ট্রসহ বিদেশী শিক্ষা প্রতিষ্ঠানে স্কলারশিপ প্রাপ্ত বাংলাদেশী শিক্ষার্থীদের ভর্তি বাতিলের উদ্দেশ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে ও সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারকারী চক্রের ০১ জন গ্রেফতার ও ঘটনায় ব্যবহৃত ডিজিটাল ডিভাইস উদ্ধার

সম্প্রতি চট্টগ্রামের একটি কলেজের দ্বাদশ শ্রেণির একজন ছাত্র যুক্তরাষ্ট্রের একটি কলেজে স্কলারশিপসহ ভর্তি সুযোগ লাভ করে। গত ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে Drake For a reason নামক একটি ফেসবুক পেজে ভিকটিম সম্পর্কে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য পোস্ট করা হয়, যেখানে তাকে বিদেশী শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রতারণার মাধ্যমে ভর্তির চেষ্টা করছে বলে দাবি করা হয়। পরদিন ১২ ফেব্রুয়ারি কলেজ কর্তৃপক্ষ একটি ইমেইলের মাধ্যমে জানায় যে, তার প্রেরিত রেকমেন্ডেশন লেটারসমূহ নিয়ে অভিযোগ পাওয়া গেছে, যা উক্ত ফেসবুক পেইজ এবং সংশ্লিষ্ট কলেজের ই-মেইলে প্রেরিত অভিযোগ/অপপ্রচারের সরাসরি ফল। “Drake For a reason” নামক Facebook page-পরিচালনাকারী অজ্ঞাতনামা আসামী/আসামীরা ভিকটিম এর ল্যাপটপে সংরক্ষিত তথ্যসমূহ সম্পূর্ণ বা আংশিক বেআইনী প্রক্রিয়ায় সংগ্রহ/হ্যাক করে এবং লিখিত নিবন্ধ বা easy এর উল্লেখযোগ্য অংশ প্রকাশপূর্বক সেগুলো ভুয়া ও বানোয়াট মর্মে প্রচার করে উক্ত ফেসবুক পেইজে পোষ্ট করে। এছাড়া অননুমোদিতভাবে ভিকটিমের ছবি অবৈধভাবে হাতিয়ে নিয়ে তাও প্রকাশপূর্বক উক্ত ফেসবুক পোষ্টে তাদের সাথে ভিকটিমকে যোগাযোগ করতে বলা হয়। যা থেকে স্পষ্ট হয় যে, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য উক্ত ব্যক্তি/ব্যক্তিবর্গ ভিকটিমের ল্যাপটপ হতে তার তথ্য-উপাত্ত চুরি করে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ প্রদানসহ উল্লেখিত ফেসবুক পোষ্টসমূহ প্রদান করেছে। অপর দুটি ফেসবুক পোষ্টে বিদেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় চান্স পাওয়া অন্তত ৩০০-৪০০ বাংলাদেশী ছাত্রছাত্রীর তথ্য উক্ত অজ্ঞাতনামা আসামী/আসামীগণের হাতে রয়েছে মর্মে উল্লেখসহ তাদের প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ দিবে এবং তাদের ভিসা যেন না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট দূতাবাসগুলোতে অভিযোগ দিবে
ও তাদের কারো প্রতি দয়া-মায়া দেখাবেনা মর্মে উল্লেখ করা হয়। এছাড়া সমগ্র বাংলাদেশকে কাঁদিয়ে ছাড়বে মর্মে উক্ত ফেসবুক পোষ্টে
হুমকী প্রদান করা হয়। উল্লেখ্য বর্ণিত ফেসবুক পেইজটি শুধু ভিকটিম এর বিরুদ্ধে নয়; বরং বর্তমানে আমেরিকায় অধ্যয়নরত একাধিক
ছাত্রছাত্রী যারা ইংল্যান্ড-আমেরিকার বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালযয়ে ভর্তির সুযোগ পেয়েছে তাদের বিশ্ববিদ্যালয় গুলোতে ভিত্তিহীন
অভিযোগে ই-মেইল করে তাদের ভর্তি বাতিলের পদক্ষেপ গ্রহণ করেছে। বর্ণিত ঘটনায় কম্পিউটার সিষ্টেমের মাধ্যমে ক্ষতিসাধন, ডিজিটাল
প্রতারণা, ভীতি প্রদর্শন, হ্যাকিংসহ সহায়তা করার অভিযোগের প্রেক্ষিতে সিএমপি’র খুলশী থানার মামলা নং-০৪, তাং-১৬/০২/২০২৫ খ্রি:, ধারাঃ সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ১৯/২৩/২৫/
৩২/৩৩/৩৬ রুজু হয়।

অত্র মামলার ঘটনাটি তদন্তকালে কাউন্টার টেরোরিজম বিভাগের সাইবার ইউনিটের ০১ টি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায়
অভিযুক্ত ফেসবুক পেইজ “Drake For a reason” এর ব্যবহারকারী অভিযুক্ত আব্দুল্লাহ আল জুনায়েদ (২১)’কে সনাক্ত পূর্বক বগুড়া সদর থানা পুলিশের সহায়তায় গত ইং১৭/০৪/২০২৫ তারিখ বেলা অনুমান ১১.২০ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন ঠনঠনিয়া এলাকা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালীন বর্ণিত অভিযুক্তকে হাতেনাতে মামলার ঘটনা সংশ্লিষ্ট ফেসবুক পেইজ (“Drake For  a reason” ) এর মাধ্যমে সংঘটিত অপরাধ সংঘটনে ব্যবহৃত ডিজিটাল ডিভাইস তথা ০১ (এক) ল্যাপটপ ও ০১ (এক) মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উপস্থিত সাক্ষীদের সম্মুখে সে অত্র মামলার ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে এবং উল্লেখিত আসামী বাংলাদেশের অসংখ্য মেধাবী ছাত্র-ছাত্রীর জীবন নিয়ে এক সর্বনাশা খেলায় মত্ত হওয়ার সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। আসামীর এহেন অপকর্মে বিদেশে অবস্থানরত বাংলাদেশী ছাত্র-ছাত্রী এবং
যারা বিদেশে পড়তে যেতে ইচ্ছুক তারা ইতিমধ্যে ব্যাপকভাবে মানসিক নির্যাতন, হয়রানি, উৎকন্ঠার শিকারসহ নানাভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। সিএমপি’র কাউন্টার টেরোরিজম বিভাগ এ ধরনের অভিযান চলমান থাকবে এবং অনলাইনে অপপ্রচার ও সাইবার অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email