শনিবার,১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

কোরিয়ান ইপিজেড কর্তৃপক্ষের নিকট ২৪৮৩ একর জমির দলিল হস্তান্তর

কোরিয়ান ইপিজেড কর্তৃপক্ষের নিকট ২৪৮৩ একর জমির দলিল হস্তান্তর

ডেক্স নিউজ–  মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মহোদয় এঁর নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফরিদা খানম কোরিয়ান ইপিজেড (KEPZ) কর্তৃপক্ষের নিকট ২৪৮৩ (দুই হাজার চারশত তিরাশি) একর জমির দলিল হস্তান্তর করেছেন।এই দলিল হস্তান্তরের মাধ্যমে প্রায় দুই যুগ ধরে চলতে থাকা কোরিয়ান ইপিজেড (KEPZ) এর অধিগ্রহণকৃত জমি সংক্রান্ত জটিলতা মাত্র ২ মাসের মধ্যে নিরসন হয়েছে। এর ফলে কোরিয়ান ইপিজেড-এ বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং চট্টগ্রাম জেলায় দুই লক্ষাধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
দলিল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোরিয়ান ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালকসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক(এল এ), চট্টগ্রাম, ভূমি অধিগ্রহণ কর্মকর্তাসহ জেলা প্রশাসন, চট্টগ্রামের কর্মকর্তাবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email