শনিবার,১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

গত ২৪ ঘন্টায় সিএমপি’র বিভিন্ন থানায় গ্রেফতার মোট ৩৯ আসামী 

গত ২৪ ঘন্টায় সিএমপি’র বিভিন্ন থানায় গ্রেফতার মোট ৩৯ আসামী

 নিউজ ডেক্সঃ– গত ০৩ মার্চ২০২৫ তারিখের ০০.০১ ঘটিকা হতে ইং-০৩/০৪/২০২৫ তারিখ ২৩.৫৯ ঘটিকা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সিএমপি’র বিভিন্ন থানা পুলিশের বিশেষ অভিযানে সদরঘাট থানার আসামী যুগ্ন আহবায়ক, বঙ্গবন্ধু সৈনিকলীগ সদরঘাট থানা ১। আবুল মনছুর আলী বাপ্পী (৪০), খুলশী থানার আসামী চট্টগ্রাম মহানগর মুক্তিযুদ্ধ মঞ্চ ৪২ নং সাংগঠনিক ওয়ার্ড ছাত্রলীগ যুগ্ম সাধারন সম্পাদক, পাঁচলাইশ থানা, চট্টগ্রাম মহানগর সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল পরিষদ ৮নং শুলকবহর ওয়ার্ড, চট্টগ্রাম  ২। সারাফাতুল ইসলাম ইমন (২৩), ৩। মোঃ রাকিব (২১), ইপিজেড থানার আসামী ৪। মোঃ আইয়ুব আলী (৫০), বাকলিয়া থানার আসামী ৫। মোঃ মাসুম হোসেন (৪২), ৬। তাজুল ইসলাম (৪৫), ৭। মোঃ মানিক (২৪), ৮। মোঃ বেলাল (২৭), কর্ণফুলী থানার আসামী চর পাথরঘাটা ইউনিয়নের ইছানগর ০৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ৯। জাকির হোসেন সবুজ (৩৯), পতেঙ্গা মডেল থানার আসামী ১০। মোঃ জাবেদ হোসেন (২৯), ১১। মোঃ সাহাবুদ্দিন @ হাসান (৪০), ১২। শাহিদুল আলম @ নাবিদ (১৯), ১৩। মোঃ জাবেদ হোসেন (২৯), ১৪। মোঃ মাসুদ পারভেজ (২৩), ১৫। মোঃ আল আমিন (২৮), বায়েজিদ বোস্তামী থানার আসামী ১৬। এমদাদ হোসেন মুন্না (৩২), ১৭। মোঃ নুরু সাবা (২১), ১৮। মোঃ পরান (২০), হালিশহর তাহানার আসামী ১৯। সাকিব (২৫), পাহাড়তলী থানার আসামী ২০। মোঃ রুবেল হোসেন (২৩), ২১। মোঃ ফরিদ মিয়া প্রকাশ বারেক (৪০), ডবলমুরিং মডেল থানার আসামী ২২। শামসুদ্দিন আহমেদ (৫৬), ২৩। বেবী আক্তার (৫০), ২৪। আসিফ আহমেদ (৩০), ২৫। মীম আক্তার (২৫), ২৬। মোঃ নুরুল আজিম (৩২), আকবরশাহ থানার আসামী ২৭। মোঃ ফারুক (৩৫), ২৮। আনোয়ার হোসেন (২৮), ২৯। মোঃ ইয়াসিন (২১), ৩০। মোঃ মাহির আশরাফ রোহান (২৪), ৩১। গোলাম হোসেন (৪৮), ৩২। বিবি কুলসুম (৩৫), ৩৩। মোঃ বিল্লাল হোসেন (৪৯), ৩৪। মোঃ কালাম (৩২), চকবাজার থানার আসামী ৩৫। মোঃ রিমন সিকদার (৩৪), বন্দর থানার আসামী ৩৬। মোঃ আরিফ হোসেন (২৯), কোতোয়ালি থানার আসামী ৩৭। মোঃ রিয়াদ (২১), চান্দগাঁও থানার আসামী ৩৮। মোঃ রফিকুল ইসলাম হৃদয় (২৮), আইনের সহিত সংঘাতে জড়িত শিশু ৩৯। মোঃ রমজান আলী (১৭ বছর ৬ মাস ১১ দিন) সহ সর্বমোট ৩৯ (উনচল্লিশ) জনকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, উপরোক্ত আসামীদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা সহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email