
চান্দগাঁও থানার অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলার ০২ সদস্য গ্রেফতার
অফিসার ইনচার্জ চান্দগাঁও থানা জনাব মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ ফয়সাল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ইং ০৪/০৪/২০২৫ তারিখ সকাল ০৬:০৫ ঘটিকার সময় চান্দগাঁও থানাধীন রাহাত্তারপুল এলাকায় অভিযান পরিচালনা করিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চান্দগাঁও থানার মামলা নং-১৭, তারিখ-১৩/০৩/২০২৫ইং, ধারা-১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩২৬/৩০৭/১০৯/৩৪ পেনাল কোড-১৮৬০ তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানবলি আইনের ৩ক মামলার আসামী ০১। মোঃ জাকির হোসেন (৩৯), পিতা-জসিম উদ্দিন, মাতা-রহিমা বেগম, সাং-উরিরচর, জসিমের বাড়ী, ৪নং ওয়ার্ড, থানা-সন্দ্বীপ, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-ইছানগর, চর পাথর ঘাটা, দারোগার বাড়ী, ৮নং ওয়ার্ড, থানা-কর্নফুলী, জেলা-চট্টগ্রাম, ০২। মোঃ নুরুল আমিন @ বাচা (৫৫), পিতা-আব্দুল গফুর, মাতা-রাবেয়া খাতুন, সাং-সাবন্দ পাড়া, মাওলানা আবুল খায়ের এর বাড়ী, ২নং ওয়ার্ড, শাহমিরপুর ইউপি, থানা-কর্নফুলী, জেলা-চট্টগ্রামদ্বয় ’কে গ্রেফতার করা হয়।