
দীপ্তি রাণী বড়ুয়ার
অন্তোষ্টিক্রীয়া সম্পন্ন
বাঁশখালী ৭ নং ইউনিয়নের কাহারঘোনা গ্রামের বাঁশখালী সংঘরাজ অভয়তিষ্য পারিজাত আরাম বিহারের ধার্মিক উপাসক উপেন্দ্র লাল বড়ুয়ার সহধর্মীণী দীপ্তি রাণী বড়ুয়া (৫৯) গত ২৭ সেপ্টেম্বর শুক্রবার সকালে পরলোক গমন করেন (আনিচ্চা বাতা সাংখারা)। শুক্রবার বিকালে সংঘরাজ অভয়তিষ্য পারিজাত বিহারে সংঘরশ্মি ধর্মপাল মহাথেরোর সভাপতিত্বে জ্ঞানবোধি ভিক্ষুর সঞ্চালনায় অনিত্য সভা অনুষ্ঠিত হয়। অনিত্য সভায় সদ্ধর্মদেশনা করেন বাঁশখালী বৌদ্ধ সমিতির সভাপতি রাহুলপ্রিয় মহাথেরো, মৈত্রীজিৎ থেরো, দেবকীর্তি ভিক্ষু। প্রয়াতার পারিবারিক পরিচিতি তোলে ধরেন সাংবাদিক কল্যাণ বড়ুয়া। স্মৃতিচারণ করেন শিক্ষক দেবপ্রিয় বড়ুয়া, সাংবাদিক সুপলাল বড়ুয়া। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর পক্ষে ব্যাংক কর্মকর্তা বনরূপ বড়ুয়া অমি, বাংলাদেশ সীবলী মানবিক ফাউন্ডেশনের পক্ষে সনজয় বড়ুয়া। কৃতজ্ঞতা জ্ঞাপন করেন জ্যেষ্ঠ সন্তান বিকাশ বড়ুয়া।
