
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য নিয়োগ দেওয়ার আল্টিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। এ সময়ে উপচার্য নিয়োগ না হলে উত্তরবঙ্গের সঙ্গে দেশের যোগাযোগ বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছে তাঁরা।
আমরা ভেবেছিলাম, সর্বপ্রথম আবু সাঈদের ক্যাম্পাসে উপাচার্য নিয়োগ দেওয়া হবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা উত্তরাঞ্চল প্রতিবারের মতোই অবহেলিত। এখনো তাই হচ্ছে। সেটা কেন? আমাদের শিক্ষার্থীরা সব সময়ই কি অবহেলিত থাকবে? এখন বলতে চাই, আগামী ৪৮ ঘণ্টার মধ্যমে উপাচার্য নিয়োগ দেওয়া হোক।

নিউজটি পড়েছেন : ১৪৯