শনিবার,১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

স্কপ,ট্রেড ইউনিয়ন ও BLF-এর যুক্ত বিবৃতি

স্কপ,ট্রেড ইউনিয়ন ও BLF-এর যুক্ত বিবৃতি



শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) চট্টগ্রাম
আহবায়ক সফর আলী যুগ্ম-আহবায়ক, ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সভাপতি ও যুগ্ম-আহবায়ক ও বাংলাদেশ লেবার ফেডারেশন-বিএলএফ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ রবিউল হক শিমুল এক যুক্ত বিবৃতিতে বলেন।

গত ০৭ সেপ্টেম্বর ২০২৪ চট্টগ্রামের সীতাকুণ্ডের এস এন কর্পোরেশন, শিপ ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণ ও আগুনে দগ্ধ হয়েছেন ১২ জন শ্রমিক। এদের মধ্যে চার জন মারা গেছেন। বাকিরা চিকিৎসাধীন।
যারা নিহত হয়েছেন, তাদের আত্বার মাগফিরাত কামনা করছি। আহত ও নিহত সকলের শোকাবহ পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

অতি অল্প সময় মধ্যে সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষকে অনুরোধ করবো তদন্ত করে দায়ীদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনের জন্য।হতাহতদের সুচিকিৎসা ও যথা উপযুক্ত ক্ষতি পুরনের দাবী জানাচ্ছি।অতিদ্রুত তদন্ত শেষ করে এস এন কর্পোরেশন শিপ ইয়ার্ড পুনরায় চালু করে চার শত শ্রমিকের জীবিকার ব্যবস্হা করতে সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষ ও মালিক পক্ষকে অনুরোধ করছি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email