
বায়েজিদে সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান ফিরে পেতে এলাকাবাসীর মানববন্ধন
চট্টগ্রাম মহানগরের বায়েজিদ থানাধীন আলীনগর এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে সামাজিক ক্লাব, লাশ ধোয়ার ঘর, ফোরকানিয়া মাদ্রাসা,বিশুদ্ধ পানির ট্যাংক, পাবলিক টয়লেট জোর পূর্বক দখলের প্রতিবাদে মানববন্ধন করে আলীনগরবাসী।

গতকাল (১২ সেপ্টেম্বর) বেলা ৩ ঘটিকায় দখলকৃত স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ মানববন্ধনে বক্তব্য রাখেন আলিনগর সমবায় সমিতির সভাপতি বশির সওদাগর, সমিতির সাধারণ সম্পাদ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির খান।
মানববন্ধনে তারা জানান, আমরা অনেকবার প্রতিবাদ করেছি, প্রতিবাদ করায় আমাদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করা হয়েছে।
মিথ্যা মামলা প্রত্যাহারসহ আমাদের এলাকার মাদ্রাসা ও অন্যান্য সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান ফিরিয়ে দেওয়া হউক।
এছাড়াও ভূমিদস্যু ও দখলবাজ মফিজ চাঁন একজন নারীলোভী, ধর্ষণকারী ও মাদক কারবারি বলেও দাবি করেন বক্তরা।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন,মানবাধিকার কর্মী এস এম মনসুর মোহাম্মদ হানিফ, সনাজকর্মী,মোঃ মানিক হোসেন,মোঃ নাসির, মাজেদ, মহিলা সমাজকর্মী সুফিয়া বেগম, নুরজাহানজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।