রবিবার,২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সার্ক সাংবাদিক ফোরাম সেন্টাল চেপ্টারের সভাপতি রাজু লামা জাতিসংঘের অধিবেশনে অংশ নিচ্ছেন

SJFCC-এর সভাপতি রাজু লামা জাতিসংঘের অধিবেশনে অংশ নিচ্ছেন



শহিদুল ইসলাম—————–

মহানগর সিলেট প্রতিনিধিঃ-সার্ক জার্নালিস্ট ফোরামের আন্তর্জাতিক সভাপতি কাঠমান্ডু রাজু লামা সার্কভুক্ত দেশগুলোর সাংবাদিকদের প্রতিনিধিত্ব করে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশ নিতে যাচ্ছেন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ১০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সাধারণ অধিবেশন।

রাষ্ট্রপতি লামা ২০ এবং ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে অনুষ্ঠিতব্য সাধারণ পরিষদে অংশ নেবেন এবং দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের পরিস্থিতি, তাদের অভিজ্ঞতা, মানবাধিকার এবং শান্তিরক্ষায় তাদের ভূমিকা সম্পর্কে অবহিত করবেন।

তিনি বলেন, ঐ সময় অনুষ্ঠিত ‘সাইডলাইন মিটিং’-এ সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে গ্রুপ আলোচনায় সার্ক অঞ্চলের সাংবাদিকরা তাদের নিজ নিজ দেশে শান্তি প্রতিষ্ঠা, গণতন্ত্র রক্ষা ও সার্ক সাংবাদিক ফোরামের ভূমিকা সম্পর্কে অবহিত করবেন। মানবাধিকার রক্ষা করা।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সাধারণ পরিষদের সভায় ভাষণ দেবেন, সার্ক সাংবাদিক ফোরাম দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের অধিকার রক্ষার জন্য প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক সংস্থা, এর সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email