শনিবার,১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সমন্বয়ক’ পরিচয়ে আবাসিক হোটেলে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সমন্বয়ক’ পরিচয়ে খুলশী এলাকায় দুইটি আবাসিক হোটেলে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় একজন পালিয়ে গেছে। তাকেও মামলার আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বুধবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টা নাগাদ প্রথমে খুলশী আবাসিক এলাকার ১ নম্বর সড়কস্থ প্যাসিফিক গেস্ট হাউজ নামের একটি আবাসিক হোটেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সমন্বয়ক’ এবং কর্মী পরিচয় দিয়ে হোটেলটিতে ‘রেইড’ দেয়ার নামে দূর্বৃত্তরা হোটেলের সিসিটিভি ক্যামেরা ভাংচুরসহ তান্ডব  চালায়।

প্যাসিফিক গেস্ট হাউজের মালিক নজরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক বন্যায় তার সেনবাগস্থ গ্রামের বাড়ি ক্ষতিগ্রস্ত হলে তার স্ত্রী সন্তানদের সকলকে নিজের আবাসিক হোটেলে এনে রাখেন।গত বুধবার রাতে তিনি কন্যাকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলেন। তিনি যখন ডাক্তারের চেম্বারে তখন এক যুবক নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে দ্রুত হোটেলে আসতে বলে। তিনি দ্রুত হোটেলে এসে দেখেন যে, ঐ প্রতারকরা তার ৯ বছর বয়সী সন্তানকে চর থাপ্পড় মারছে শুধুতাই নয় যুবকেরা হোটেলের সিসিটিভি ক্যামেরা ভাংচুর এবং ডিভিআর নিয়ে যায়। যুবকেরা হোটেলের জিনিসপত্রও তছনছ করে তার স্ত্রীর ৮ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৮৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

রাত সাড়ে দশটা নাগাদ তিনি শুনতে পান, নগরীর ফয়েজ লেক এলাকার মোটেল সিক্স সনিকেও একই ধরণের ঘটনা ঘটানো হয়েছে। ঐ হোটেলের মালিক এবং কর্মচারীদের শোর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে ১১ যুবককে আটক করে।

নজরুল ইসলাম এজাহারে উল্লেখ করেন, ১১ যুবক আটকের খবর পেয়ে তিনি দ্রুত মোটেল সিক্স সনিকে যান এবং উক্ত যুবকেরা তার হোটেলেও একইভাবে হামলার চালানোর ব্যাপারটি শনাক্ত করেন। এই সময় এলাকাবাসী আটককৃত যুবকদের সেনাবাহিনীর হাতে তুলে দেয়।

আটককৃত ১১ যুবক হলো, আইমন দোভাষ, ইরফাত হোসেন, হাসনাত ঊল্লাহ, অরণ্য ঘোষ, ওমর ফারুক, শাহরিয়ার হান্নান, সাকিব খান, ফয়সাল চৌধুরী, আরাফাত হোসেন সিয়াম, সাইদ মোহাম্মদ আদনান, শুভ আহমেদ রনি।

এছাড়া ইরফান নামের আরেকজনকে মামলায় আসামি হিসেবে দেখানো হয়েছে। ইরফান পলাতক রয়েছে। পুলিশ ধারণা করছে যে, প্যাসিফিক গেস্ট হাউজ থেকে টাকা এবং স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে ইরফান আর দ্বিতীয় অভিযানে অংশ নেয়নি।

মামলার বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবিরুল ইসলাম জানান, দুইটি আবাদিক হোটেলে ভুয়া পরিচয়ে চাঁদা আদায় করতে যাওয়া ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় ১২ জনকে আসামি করা হলেও একজন পলাতক রয়েছে। তাকেও গ্রেপ্তারে অভিযান চলছে।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, ‘পুলিশ আমাকে ইনফর্ম করেছিল। আমাদের লাউড এন্ড ক্লিয়ার বার্তা ছিল, যারাই হোক আইনের আওতায় আনুন।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email