বুধবার,২৮শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

রাঙ্গুনিয়ায় তলিয়ে গেল কিশোর রনি, অভিযান  অব্যাহত

রাঙ্গুনিয়ায় তলিয়ে গেল কিশোর রনি, অভিযান  অব্যাহত



রাঙ্গুনিয়ায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে রনি (১৭) নামে এক কিশোর। সে ঐ  উপজেলার ৭টি ইউনিয়নের অন্তত বেশ কিছু গ্রাম পানিতে তলিয়ে যায়। এর মধ্যে বন্ধুদের সাথে বন্যার পানি দেখতে গিয়ে ভেসে গিয়ে নিখোঁজ রয়েছে

 আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকাল ৩টার দিকে উপজেলা দক্ষিণ রাজানগর ইউনিয়নের ১নং ওয়ার্ড ফুলবাগিচা গাবতল এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়,সে ঐ এলাকার আবু বক্করের ছেলে এবং পেশায় একজন সিএনজি অটোরিক্সা চালক।

নিখোঁজ কিশোরের প্রতিবেশী মো. ইউসুফ আলী জানান,  বন্যার পানিতে প্লাবিত হয় আশেপাশের গ্রাম।সেখানে চার/পাঁচজন কিশোর  ভেলা নিয়ে ঘুরতে যায় সংগে রনিও ছিল। এক পর্যায়ে ঢলের মধ্যে হতে সবাই নিরাপদে উঠে যেতে সক্ষম হলেও ভেসে যায় রনি।

এরপর ফায়ার সার্ভিসসহ এলাকার জনসাধারণ অনেক খোঁজ চালিয়েও তার কোন সন্ধান পাইনি।এলাকার জনসাধারণ তাকে খুঁজে পেতে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।

এ ব্যাপারে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের জনৈক কর্মকর্তা বলেন“ আমরা উদ্ধারের চেষ্টা চালাচ্ছি, রাতের মধ্যে পাওয়া না গেলে দিনে আবারও উদ্ধার অভিযান চালানো হবে।”

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email