
“মা”
ফারজানা আফরোজ
মা আছে ঝড়ো হাওয়ায়
রৌদ্র তাপে প্রখর রোদে।
অন্ধকারে আলো হয়ে
ছায়া হয়ে সবখানেতে।
পথ হারালে পথের দেখা
পাবো ঠিকই মায়ের কাছে।
বিপদে কেউ নেই তো,
মা যে আমার পাশে রবে।
নই তো আমি গরিব,দুঃখী
মা থাকলে সবই আছে।
অভয় হয়ে সাহস দিতে
থাকুক না সাহস হয়ে।
মাকে খুঁজি সকল সময়
সকল কাজে আমার পাশে।
নিউজটি পড়েছেন : ২৪০