প্রিন্ট এর তারিখঃ মে ১৮, ২০২৫, ২:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৬, ২০২৪, ৯:৫২ অপরাহ্ণ
কবি ও কবিতা —–“মা” ফারজানা আফরোজ
![]()

"মা"
ফারজানা আফরোজ
মা আছে ঝড়ো হাওয়ায়
রৌদ্র তাপে প্রখর রোদে।
অন্ধকারে আলো হয়ে
ছায়া হয়ে সবখানেতে।
পথ হারালে পথের দেখা
পাবো ঠিকই মায়ের কাছে।
বিপদে কেউ নেই তো,
মা যে আমার পাশে রবে।
নই তো আমি গরিব,দুঃখী
মা থাকলে সবই আছে।
অভয় হয়ে সাহস দিতে
থাকুক না সাহস হয়ে।
মাকে খুঁজি সকল সময়
সকল কাজে আমার পাশে।
Copyright © 2025 দৈনিক শুভেচ্ছা প্রতিদিন. All rights reserved.