রবিবার,২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

১ নভেম্বর থেকে মাসব্যাপী পটিয়ায় আয়কর তথ্যসেবা শুরু

১ নভেম্বর থেকে মাসব্যাপী পটিয়ায় আয়কর তথ্যসেবা শুরু

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- ‘কর দেবো গড়ব দেশ’ স্মার্ট হবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে কাল বুধবার ১ নভেম্বর থেকে আয়কর তথ্যসেবা মাস ব্যাপী শুরু হতে যাচ্ছে। চট্টগ্রাম কর অঞ্চল-১ সার্কেল-২২(পটিয়া) উদ্যোগে এই তথ্যসেবা কার্যক্রম চলবে বলে জানিয়েছেন চট্টগ্রাম কর-১, সার্কেল-২২ (পটিয়া) সহকারি কর কমিশনার মো: মারফত আলী।
এ বিষয়ে সার্কেল-২২ (পটিয়া) সহকারি কর কমিশনার মো: মারফত আলী জানান, আয়কর তথ্য সেবা মাস (১-৩০ নভেম্বর ২০২৩) উপলক্ষে পটিয়া উপজেলা এবং সাতকানিয়া উপজেলার ব্যবসায়ী ও গৃহসম্পত্তি খাতে আয় আছে এমন সকল করদাতার ২০২৩-২০২৪ করবর্ষের আয়কর রিটার্ন অত্র অফিসে সাদরে গ্রহন করা হবে। প্রাপ্তি স্বীকারপত্র প্রদান। ই-টিআইন/ ই-রির্টান সঙক্রান্ত সেবা প্রদান। আয়কর রির্টান ফর্ম ও চালান সরবরাহ। আয়কর সম্পর্কিত পরামর্শ/ তথ্য প্রদান করা হবে। সময় মত আয়কর প্রদান করে দেশের উন্নয়নের সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email