সোমবার,২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে তেঁতুলিয়ায় বিক্ষোভ

ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে তেঁতুলিয়ায় বিক্ষোভ

 তেঁতুলিয়া(পঞ্চগড়)প্রতিনিধিঃ-নিরীহ ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরাইলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৭) অক্টোবর) শুক্রবার বাদ আসর তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের ঐতিহাসিক তেতুল গাছের নিচে ইমাম মোয়াজ্জেনদের ও ব্যবসায়ীদের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্বে করেন মোহাম্মদ মোখলেছুর রহমান, উপদেশটা মাওলানা মোঃ আব্দুল হান্নান সাহেব, ইমাম মুয়াজ্জিনে ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মোঃ সোহরাব আলী, তেতুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন রকি, তেতুলিয়া সরকারি কলেজের ইমাম জামাল উদ্দিন এছাড়াও অনেকে উপস্থিত ছিলেন তেতুলিয়া উপজেলার ইমাম মুয়াজ্জিন গনমানববন্ধনে বক্তারা বলেন, ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে। সেখানে এখন শিশুদেরও কোনো নিরাপত্তা নেই। এখনই উচিত সারাবিশ্বকে এক হয়ে ইসরাইলকে থামানো এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

মানববন্ধন থেকে ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার তীব্র প্রতিবাদ জানানো হয়। মানববন্ধন শেষে ফিলিস্তিনে শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ আব্দুল হান্নান সাহেব।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email