সোমবার,২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ঘূর্ণিঝড় ‘হামুন’ এর কারণে পায়রা ও চট্টগ্রাম  ৭ ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ স্থানীয় সতর্কসংকেতের নির্দেশনা 

 চট্টগ্রাম ও পায়রা ৭ ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নং স্থানীয় সতর্ক সংকেতের নির্দেশনা

ঘূর্ণিঝড় ‘হামুন’ আরও শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ অবস্থায় আবহাওয়া অধিদপ্তর পায়রা ও চট্টগ্রাম সমুদ্রবন্দরসমূহকে ৭ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে।এছাড়া কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে।

আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

প্রবল ঘূর্ণিঝড় হামুন সমুদ্রেই দুর্বল হয়ে ঘূর্ণিঝড় এবং গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর বুধবার নাগাদ বাংলাদেশের পটুয়াখালী ও চট্টগ্রাম উপকূলের মাঝখান দিয়ে এটি আঘাত হানতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email