সোমবার,২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

“এক গ্রাম্য ভূত”—– কবি- অজয় বড়ুয়া

“এক গ্রাম্য ভূত”
কবি- অজয় বড়ুয়া

জমকালো একরাত বাড়িয়ে দিয়ে হাত
গ্রাম্য এক ভূত এসে বলে-
বাচ্চা তুমি ফুটফুটে হাসিতেতো ফুল ফোটে
আমাদের মাঝে এসো চলে।
কথা শুনে হতবাক তাই মাকে দিই ডাক
পালা তুই এইখান থেকে-
মা এসে মারবে তোরে ভাঙ্গবে হাঁড় জড়িয়ে ধরে
লবণ দেবে তোকে এঁকে এঁকে।
ভয়ে ভূত পালিয়ে যায় দূর থেকে ফিরে চায়
বলে ভূতে- কিযে দুষ্টু ছেলে!
আমায় নিয়ে মশকারি সাহস তার কতই ভারি!
সত্যি সত্যি মারবে আমায় পেলে।

*********

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email