বুধবার,২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

জীবন যুদ্ধ ক্ষেত্র”— কবি অধ্যাপক জিতেন্দ্র লাল বড়ুয়া

জীবন যুদ্ধ ক্ষেত্র”
কবি অধ্যাপক জিতেন্দ্র লাল বড়ুয়া

চলমান সমাজে জনজীবন
যেন একটি যুদ্ধক্ষেত্র,
সমাজকে করছে ছিন্নভিন্ন
বিশেষ একটি গোত্র।

রঙ্গিন স্বপ্নে সকলে বাচতে চায়
কেউতো চায় না হেরে যেতে,
সততা,নীতি ও আদর্শে থেকে
যুদ্ধ করে যাও দৃঢ় চিত্তে।

চলমান সমাজ ব্যবস্থায়
চলছে যুদ্ধ যুদ্ধ খেলা,
কেউ বুঝতে চায়না
বয়েই যাচ্ছে বেলা।

স্বার্থ আর অহংবোধে
হারিয়ে ফেলছে জ্ঞান,
মানবতা আর মুল্যবোধে
জাগাতে হবে প্রাণ।

মেলা শেষে বেলা শেষে
ঠিকানা কোথায় হবে,
ভাববে এখন পরকালের
খুঁজতে তোমায় হবে।

জীবন যুদ্ধে জয়ী হতে
মানবিক হয়ে চলো,
মৈত্রী দিয়ে ভালোবেসে
যুদ্ধে জয়ী হও।
———–

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email