
জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের শোভন কর্মদিবস উদযাপন-জাহাজভাঙা শ্রমিকদের জীবনমান উন্নয়নে শোভন কাজ বাস্তবায়ন করার আহ্বান
শিমুল চৌধুরী
মহানগর চট্টগ্রাম প্রতিনিধিঃ– শ্রমজীবী মানুষের উন্নত ও মর্যাদাপূর্ণ জীবন-যাপন এবং ন্যায় ভিত্তিক কর্মসংস্থানের গুরুত্বের উপর আলোকপাত করে বিশ্বব্যাপী আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)’র আহব্বানে প্রতি বছর ৭ই অক্টোবর শোভন কর্ম দিবস পালিত হয়। বিশ্ব শোভন কর্ম দিবস উপলক্ষ্যে গত ১৩অক্টোবর ২০২৩ ইং শুক্রবার বিকাল ৩:৩০ ঘটিকায় মাদাম বিবির হাট এলাকায় জাহাজ ভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের উদ্যোগে এক মানববন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়। ফোরামের আহবায়ক তপন দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মানববন্ধন ও র্যালী উপলক্ষ্যে আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখেন ফোরামের যুগ্ম আহবায়ক ও জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ এম নাজিম উদ্দিন, বাংলাদেশ লেবার ফেডারেশন-বিএলএফ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, সদস্য সচিব বিএলএফ জাহাজ ভাঙ্গা শ্রমিক কেন্দ্রীয় কমিটি ,
কমিটি ওসদস্য জাহাজ ভাঙ্গ ট্রেড ইউনিয়ন ফোরাম সৈয়দ রবিউল হক শিমুল,টিইউসি চট্টগ্রাম জেলার সাধারন সম্পাদক মছিউদ দৌলা, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম জেলার সভাপতি কাজী আলতাফ হোসেন, ফোরাম সদস্য বিএফটিউসির নেতা কে এম শহিদুল্লাহ,রহিম মাষ্টার, জাতীয় শ্রমিক লীগনেতা মাহাবুবুল আলম চৌধুরি, জাতীয় শ্রমিক ফেডারেশন নেতা দিদারুল আলম চৌধুরি, ফোরাম সদস্য শ ম জামাল, শীপ ব্রেকিং ওয়ার্কার্স সেফটি কমিটির আহবায়ক এডভোকেট জহির উদ্দিন মাহমুদ, সদস্য সচিব মো: আলী, যুগ্ম সদস্য সচিব মো: ইদ্রিছ, জাহাজভাঙা শ্রমিকনেতাদেরমধ্যে আরও উপস্হীত ছিলেন বিএফটিউসির বিভাগীয় যুগ্ম-সাধারন সম্পাদক রেজোয়ানুর রহমান খান, বাংলাদেশ লেবার ফেডারেশন-বিএলএফ চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি নুরুল আবছার তৌহিদ, সাধারন সম্পাদক ও শ্রম আদালত সদস্য আবু আহম্মদ মিঞা যুগ্ম-সাধারন সম্পাদক আলমগীর হোসেন সহ-সাধারন সম্পাদক হারুন অর-রশীদ, বিএলএফ জেলা যুব কমিটির সভাপতি মহিউদ্দিন হেলালযুগ্ম-সাধারন সম্পাদক মাষুদ ও ছাত্র বিষয়ক সম্পাদক ইমাম হোসেন।সভায় নেতৃবৃন্দ বলেন, আইএলও শোভন কাজ বাস্তবায়নে চারটি বিষয়কে মূল স্তম্ভ হিসাবে চিহ্নিত করেছে।
সেগুলো হচ্ছে- ১) কর্ম সংস্থান, ২) সামাজিক নিরাপত্তা, ৩) সামাজিক সংলাপ এবং ৪) শ্রম অধিকার শোভন কাজ বাস্তবায়নে চারটি মূল স্তম্ভের পাশাপাশি শ্রমজীবী ও প্রান্তিক মানুষের অর্থনৈতিক স্থিতিশীলতা, স্বাস্থ্য ও নিরাপত্তা ইত্যাদির নিশ্চয়তা বিধানের উপরও গুরুত্বারোপ করা হয়েছে। চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার ফৌজদারহাট হতে কুমিরা অঞ্চলে গড়ে উঠেছে বাংলাদেশের একমাত্র জাহাজভাঙা শিল্প। এখানে শ্রমিকেরা প্রতিনিয়ত পেশাগত ও স্বাস্থ্যঝুঁকি নিয়ে কাজ করছে। প্রতি বছর গড়ে ১৫/১৬ জন শ্রমিক দুর্ঘটনার শিকার হয়ে অকালে প্রাণ হারায় এবং আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছে এমন শ্রমিকের সংখ্যাও প্রচুর রয়েছে। ইতিমধ্যে ৪টি শীপ ব্রেকিং ইয়ার্ড গ্রীন শীপ ব্রেকিং ইয়ার্ড হিসাবে স্বীকৃতি লাভ করলেও সামগ্রিকভাবে শ্রমিকদের জীবনমান এখনো নিশ্চিত হয়নি।
নেতৃবৃন্দ আরো বলেন, জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষমাত্রা হিসাবে যে ১৭টি গোল নির্ধারন করেছে তারমধ্যে ৮ম গোল হচ্ছে শোভন কাজ। সুতরাং একথা আজ নিশ্চিতভাবে বলা যায় যে, বিশ^ব্যাপী দেশ এবং শিল্পের উন্নয়ন টেকসই করতে হলে শোভন কাজ বাস্তবায়নের কোন বিকল্প নেই। তাই জাহাজ ভাঙ্গা শ্রমিকদের জীবনমান উন্নয়নে এবং আইএলও ঘোষিত শোভন কাজ বাস্তবায়নে গ্রীন শীপ ব্রেকিং ইয়ার্ডসহ সকল শীপ ব্রেকিং ইয়ার্ডে শ্রমিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান, সবেতন ছুটি, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার বাস্তবায়ন, সরকার ঘোষিত নিম্নতম মজুরি কার্যকর করা খুবই জরুরী। সভায় জাহাজ ভাঙা শিল্প খাতে শোভন কাজ বাস্তবায়নে দাবি সমূহ তুলে ধরা হয়:
১) অবিলম্বে সরকার ঘোষিত মাসিক ১৬০০০ টাকা নিম্নতম মজুরি বাস্তবায়ন কর।
২) সকল শীপ ব্রেকিং ইয়ার্ডে নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিস বুক প্রদান কর।
৩) সকল শ্রমিকদের সবেতন ছুটি প্রদান কর।
৪) আইএলও কনভেনশন ৮৭ ও ৯৮ অনুসরণ করে অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার এবং দর কষাকষির অধিকার দিতে হবে।
৫) জাহাজ ভাঙ্গা শ্রমিকদের জন্য স্থায়ীভাবে ন্যায্য মূল্যে রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।
নিউজটি পড়েছেন : ২৪৬