
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ’ বরকল ইউনিয়নের কমিটি গঠন সভাপতি: বাবু প্রিয়ব্রত গোস্বামী তনু সা.সম্পাদক : শিক্ষক বিলাস বড়ুয়া
মোহাম্মদ জাহাঙ্গীর
চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধিঃ-গত ২৭ সেপ্টেম্বর ৪নং বরকল ইউনিয়ন ‘হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ’ গঠন কল্পে দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে কমিটি গঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জননন্দিত চেয়ারম্যান, মানবতার অগ্রদূত, শিল্পপতি জনাব আবদুর রহিম চৌধুরী, উদ্বোধক ছিলেন বাবু অজপানন্দ ব্রম্মচারী এবং ভদন্ত সত্যপাল স্থবির। বিশেষ অতিথি ছিলেন ১)বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব বাবু উৎপল রক্ষিত, ২) উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু বলরাম চক্রবর্তী, ৩) উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ’র সা. সম্পাদক, প্রধান শিক্ষক বাবু বিষ্ণুযশা চক্রবর্তী, ৪) দ. জেলা কৃষক লীগের সদস্য, রাজনীতিজ্ঞ বাবু নিবু বড়ুয়া ৬)উপজেলা হিবৌখ্রীঐপ’র যুগ্ম-সম্পাদক বাবু বিকাশ চন্দ্র দে, ৭) ৮নং ওয়ার্ড এর আওয়ামী লীগ সভাপতি বাবু রূপন কান্তি বিশ্বাস প্রমূখ নেতৃবৃন্দসহ সমাজের বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেছিলাম আমি বিপ্লব বড়ুয়া (প্র.শি.) সঞ্চালনায় ছিলেন শিক্ষক শ্যামল ভট্টাচার্য।