সোমবার,২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহী তানোর ব্যাটারি চালিত৷ অটোভ্যান ছিনতাই,আটক ৩ জন

রাজশাহী তানোর ব্যাটারি চালিত৷ অটোভ্যান ছিনতাই,আটক ৩ জন

তানোর(রাজশাহী)প্রতিনিধি:-জানা যায়, রাজশাহীর তানোরে রবিউল ইসলাম (৫০) নামে এক ব্যাটারির চালিত অটো ভ্যান চালকের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্র লোহার রড় ও হাতুড়ি দ্বারা আঘাত করে ব্যাটারি চালিত অটোভ্যান ছিনতাই করেছে ছিনতাইকারীরা,
শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সরনজাই ইউপির মানিককন্যা গ্রামের শালবান্দা নামক স্থানে এ ঘটনা ঘটে।
গত সোমবার (২৫
সেপ্টেম্বর) বিকেলে গ্রেফতারকৃতদের আসামিদের পুলিশ স্কটের মাধ্যমে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে পাঠানো হয়। আহত ভ্যানচালকের বাড়ি জামিন সিধাইড় গ্রামে। তিনি ওই গ্রামের মৃত সফর আলীর পুত্র।
স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আহত ওই ভ্যানচালককে উদ্ধার করে,প্রাথমিক চিকিৎসার জন্য প্রথমে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে । সেখানে তার অবস্থা অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এ ঘটনায় ভ্যান চালকের ছেলে মো. গোলাম নবী (২৭) বাদী হয়ে ওইদিন রাতে তানোর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায় ছিনতাই কারীদের বাড়ি তানোর পৌর এলাকার ভদ্রখন্ড মহল্লার বাসিন্দা নাজির হোসেন বাদশার পুত্র সুজন উদ্দিন (২৩), মুনসুর রহমানের পুত্র ফিরোজ ইসলাম (২০) ও নুর মোহাম্মদের পুত্র মাফিকুল ইসলামকে (৩৬) গ্রেফতার করে তানোর থানা পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে জেলার পবা উপজেলার বায়া বাজার মোড় পুলিশ ফাঁড়ি সংলগ্ন এক গ্যারেজ থেকে ছিনতাইকৃত অটোভ্যান উদ্ধার করে পবা ও তানোর থানা পুলিশ।
মামলার এহাজার ও পুলিশ সূত্রে জানা গেছে, রায়তান আকচা মসজিদ মোড় হতে নবনবী গ্রামে যাওয়ার কথা বলে যাত্রীবেশে তিনজন ছিনতাইকারী রবিউল ইসলামের অটোভ্যানে উঠে। পথে মানিককন্যা গ্রামের শালবান্দা নামক নির্জন স্থানে পৌঁছালে, ব্যাটারি চালিত অটো ভ্যানটি ছিনতাইয়ে উদ্দেশ্যে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র লোহার রড় ও হাতুড়ি দ্বারা এলোপাথারী আঘাত করে, ধানক্ষেতে ফেলে রেখে, ছিনতাইকারীরা ব্যাটারি চালিত অটোভ্যানটি নিয়ে চলে যায়।পরে রবিউলের ইসলামের চিৎকার করলে, স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন, সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তার অবস্থা আশঙ্কা জনক হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এব্যাপারে তানোর অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, ভিকটিক ভ্যানচালক রবিউল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। পরে ভ্যানচালকের ছেলের অভিযোগের প্রেক্ষিতে ছিনতাইকারী (৩) সদস্যদের কে গ্রেফতার করা হয়, পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী পবা উপজেলার বায়া বাজার মোড় পুলিশ ফাঁড়ি, সংলগ্ন এক গ্যারেজ থেকে ছিনতাই হওয়া অটো ভ্যানটি তানোর থানা পুলিশ ও পূর্বা থানার পুলিশ যৌথ অভিযানে উদ্ধার করা হয়
এবং আসামিদের গত সোমবার পুলিশ স্কটের মাধ্যমে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email