শনিবার,২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়ায় উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটিসমূহ সক্রিয়করণ ও স্মার্ট আইনি সেবা সহজিকরণ শীর্ষক কর্মশালা সম্পন্ন

পটিয়ায় উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটিসমূহ সক্রিয়করণ ও স্মার্ট আইনি সেবা সহজিকরণ শীর্ষক কর্মশালা সম্পন্ন

নিউজ ডেক্সঃ–  ১৮ সেপ্টেম্বর, ২০২৩খ্রি. পটিয়ায় উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটিসমূহ সক্রিয়করণ ও স্মার্ট আইনি সেবা সহজিকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “সরকারি আইনি সহায়তা কার্যক্রমের সফল বাস্তবায়নের জন্য সর্বাগ্রে প্রয়োজন জনসচেতনতা। সরকারি আইন সহায়তা কার্যক্রমের সাফল্য নির্ভর করছে ব্যাপক প্রচার-প্রচারণা ও জনমত সৃষ্টির উপর। এখনও এদেশের জনগণের একটি অংশ দরিদ্র ও নিরক্ষর। এই দরিদ্র ও নিরক্ষর জনগণ তাদের আইনগত অধিকার সম্পর্কে ততটা সচেতন নয়। এসব মানুষের অধিকার লঙ্ঘিত হলে অথবা কোনো আইনি জটিলতায় পতিত হলে আর্থিক দৈন্যতা কিংবা সামাজিক প্রতিবন্ধকতার কারণে তারা আইন আদালতের আশ্রয় নিতে পারে না। নানাবিধ আর্থ-সামাজিক প্রতিবন্ধকতা কিংবা দারিদ্রতা বা অপ্রাচুর্যের কারণে অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষ ন্যায় বিচারে প্রবেশাধিকার থেকে প্রতিনিয়ন বঞ্চিত হচ্ছে। এজন্য দেশের আপামর জনসাধারণের আইনি অধিকার নিশ্চিত করার সাথে সাথে তাদেরকে সরকারি আইন সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করার লক্ষে সরকার কাজ করছে। সংবিধানের ৩১ নং অনুচ্ছেদে ‘আইনের আশ্রয় লাভের অধিকার’কে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা হয়েছে। এ প্রেক্ষিতে দরিদ্র ও অসহায় বিচারপ্রার্থী জনগণকে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যে সরকার ২০০০ সালে “আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০” নামে একটি আইন প্রণয়ন করে। এ আইনের আওতায় সরকার “জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা” প্রতিষ্ঠা করে এবং দরিদ্র অসহায় মানুষের আইনের আশ্রয় ও প্রবেশাধিকার নিশ্চিত করার উদ্দেশ্যে উপজেলা পর্যায়ে উপজেলা লিগ্যাল এইড কমিটি এবং ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি ও চৌকি আদালত বিশেষ কমিটিও ইতোপূর্বে গঠিত হয়েছে। বর্তমানে সরকার দ্রুততম সময়ে বিচার প্রাপ্তি নিশ্চিত করার উদ্দেশ্যে এই সংস্থার আওতায় প্রতিটি জেলায় জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে বিকল্প বিরোধ পদ্ধতি প্রয়োগ করার কার্যক্রম গ্রহণ করেছেন। এডিআর পদ্ধতির সফল প্রয়োগের মাধ্যমে দ্রæততম সময়ে বিচার নিশ্চিত করতে আইনগত সহায়তা প্রদান (আইনী পরামর্শ ও বিকল্প বিরোধ নিষ্পত্তি) বিধিমালা, ২০১৫ প্রণয়ন করা হয়। সিনিয়র সহকারী জজ পদমর্যাদার একজন বিচারক জেলা লিগ্যাল এইড অফিসার হিসেবে নিয়মিত দায়িত্বপালন করছেন, যিনি মানুষ’কে আইনী সহায়তার পাশাপাশি বিনামূল্যে আইনী পরার্মশ প্রদান করছেন এবং বিরোধযোগ্য মামলা গুলো নিষ্পত্তি করা হয়। তৃণমূল পর্যায়ে লিগ্যাল এইড কার্যক্রম পৌঁছে দেওয়ার প্রয়াসে সরকার কাজ করে যাচ্ছে। উপজেলা, ইউনিয়ন এবং চৌকি আদালত লিগ্যাল এইড কমিটি সমূহ সক্রীয় করণের মাধ্যমে উক্ত কার্যক্রম সহজতর হবে। এ জন্য সংশ্লিষ্ট কমিটির সদস্যবর্গ এবং শিক্ষিত সমাজ সচেতন হলে অসহায় বিচার প্রার্থী মানুষ ন্যায় বিচারের সুফল ভোগে সক্ষম হবে। আর এজন্য আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্তরা দায়বদ্ধ। উক্ত দায়বদ্ধতা থেকে আমাদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সরকারের উক্ত মহতী কার্যক্রমকে অধিকতর ফলপ্রসু করার জন্য উপজেলা লিগ্যাল এইড কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, জিও-এনজিও এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টা অত্যন্ত আবশ্যকীয়। অসহায় দরিদ্র বিচারপ্রার্থী মানুষের দৌঁড়গোড়ায় পৌঁছে দেয়া আমরা সংশ্লিষ্ট সকলের নৈতিক দায়িত্ব।”১৮ই সেপ্টেম্বর,২০২৩খ্রি: বিকাল ০৩.০০ ঘটিকায় পটিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পটিয়া উপজেলা লিগ্যাল এইড কমিটির উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটিসমূহ সক্রিয়করণ ও স্মার্ট আইনি সেবা সহজিকরণ শীর্ষক কর্মশালায় অতিথির বক্তব্যে এসব কথা বলেন, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) জনাব মুহাম্মদ ইব্রাহীম খলিল। উপজেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং পটিয়া উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ মোতাহেরুল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে এবং উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ আতিকুল মামুন এর সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন জনাব নাজমুল হোসেন চৌধুরী, মাননীয় যুগ্ম জেলা জজ, পটিয়া চৌকি আদালত, জনাব তানভীর-আল-নাসীফ-বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম, জনাব মোঃ হেলাল উদ্দিন -সিনিয়র সহকারী জজ, পটিয়া চৌকি আদালত, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব প্রিটন সরকার প্রমূখ। সরকারি আইনি সহায়তার অনলাইন আবেদন প্রক্রিয়া পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশন করেন জনাব মোহাম্মদ এরশাদুল ইসলাম, জেলা লিগ্যাল এইড অফিস, চট্টগ্রাম। কর্মশালায় পটিয়া উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ, ১৭টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সচিব ও উদ্যোগক্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email