
মৈনাক পাঠচক্রের আয়োজনে প্রখ্যাত গণবুদ্ধিজীবী আহমদ ছফার লেখা ❝বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস❞ এর বুদ্ধিবৃত্তিক পাঠচক্র অনুষ্ঠিত 
শিমুল চৌধুরী
মহানগর চট্টগ্রাম প্রতিনিধিঃ-গত ১৫ই সেপ্টেম্বর চট্টগ্রাম নগরীর ওয়ার সেমিট্রি প্রাঙ্গনে মৈনাক পাঠচক্রের আয়োজনে প্রখ্যাত গণবুদ্ধিজীবী আহমদ ছফার লেখা ❝বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস❞ বইয়ের ওপর বুদ্ধিবৃত্তিক পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। উক্ত পাঠচক্রে অংশগ্রহণ করেন বই পড়ুয়া মৈনাক পাঠচক্রের সদস্যবৃন্দ। মৈনাক পাঠচক্রের প্রধান সমন্বয়ক আবু হানিফ নোমানের পরিচালনায় উল্লেখিত বইয়ের ওপর আলোচনা রাখেন তরুণ আলোচক জমির উদ্দিন,গাজী মোঃ খোরশেদুল ইসলাম ও ইমাম উদ্দিন। আলোচনা প্রসঙ্গে বইয়ের ওপর নানান প্রশ্ন ও অভিব্যাক্তি প্রদান করেন আলোচনায় অংশগ্রহণকারীরা। আলোচনা শেষে আহমদ ছফার আত্মজীবনী ও তার লেখা বইয়ের ওপর প্রশ্নোত্তর ও কুইজ পর্ব অনুষ্ঠিত হয়। প্রশ্নোত্তর ও কুইজ পর্বে সর্বোচ্চ সঠিক উত্তরদাতা ও পাঠচক্রের সেরা আলোচক হিসেবে নির্বাচিত হন মৈনাক পাঠচক্রের প্রচার ও প্রকাশনা বিষয়ক সমন্বয়ক জমির উদ্দিন। পরিশেষে, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন মৈনাক পাঠচক্রের শিক্ষা ও গবেষণা বিষয়ক সমন্বয়ক গাজী মোঃ খোরশেদুল ইসলাম।