বৃহস্পতিবার,২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

রেলের পাহাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে জেলা প্রশাসন

রেলের পাহাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে জেলা প্রশাসন

পাহাড় ধ্বসে মৃত ২ জনের পরিবারকে জেলা প্রশাসনের ৫০,০০০/- আর্থিক সহায়তা–২৫০ জনকে পাহাড় থেকে অপসারণ, ৪০টি স্থাপনা উচ্ছেদ

নিউজ ডেক্স- আজ ষোলশহর রেলওয়ে স্টেশন কলোনির পাশের পাহাড়ে দুপুর ২:৩০ ঘটিকা থেকে সন্ধ্যা ৬:৩০ ঘটিকা পর্যন্ত ঝুঁকিপূর্ণভাবে অবৈধ বসবাসকারীদের উচ্ছেদ করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক((রাজস্ব) ও পাহাড় ব্যবাস্থাপনা কমিটির সদস্য সচিব মাসুদ কামালের নেতৃত্বে জেলা প্রশাসন চট্টগ্রামের ০৩ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নু এমং মারমা মং, রাজিব হোসেন ও মো: মাসুদ রানা এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে পাহাড় কেটে পাহাড়ের কোল ঘেষে অবৈধভাবে গড়ে তোলা ৪০ টি ঘর ভেঙ্গে দেওয়া হয় এবং অবৈধভাবে বসবাসকারীদের সরিয়ে দেওয়া হয়।

অভিযানের সময় সিটি করপোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা, মেয়র মহোদয়ের একান্ত সচিব, রেলওয়ের ভূ-সম্পত্তি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম সিটি করপোরেশন, রেলওয়ে ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অভিযানে সহায়তা করে।

স্থানীয় তদন্তে জানা যায় রেলওয়ের চৌকিদার আব্দুল খালেক এ পাহাড় কাটার সাথে জড়িত। এ সংক্রান্ত একটি ভিডিও জেলা প্রশাসনের কাছে আছে। তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় ফৌজদারী মামলা করা হয়েছে।

আজ সকালে ৭ ঘটিকায় আব্দুল আউয়াল (৩৫ বছর) ও তার ০৮ মাসের শিশু কন্যা পাহাড় ধ্বসে মৃত্যুবরণ করেন। জেলা প্রশাসক জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এর নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ কামাল মৃতের পরিবারকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) সরকারি অনুদান প্রদান করেন এবং ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের উচ্ছে্দের নির্দেশনা প্রদান করেন।

প্রবল বর্ষনের কারনে যেকোন সময় পাহাড় ধ্বসের আশঙ্কা থাকায় জেলা প্রশাসন চট্টগ্রাম সতর্ককরণের লক্ষ্যে নিয়মিত মাইকিং কার্যক্রম পরিচালনা করছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email