
অত্যাবশ্যকীয় জরুরী পরিষেবা বিল বাতিলসহ বিএলএফ’র ১০ দফা দাবি
চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ- মহান জাতীয় সংসদে উত্থাপিত অত্যাবশ্যকীয় জরুরী পরিষেবা বিল বাতিল, রেলওয়ে রানিং স্টাফদের মাইলেজ ভাতা বন্ধের প্রতিবাদ ও রেলওয়ে ত্রুটিপূর্ণ নিয়োগ বিধি -২০২০ সংশোধন, নির্মাণ শ্রমিকদের কাজের সময় জীবনের নিরাপত্তা, শীপ ব্রেকিং শিল্প শ্রমিকদের জন্য ঘোষিত ন্যূনতম মজুরি ১৬০০০ টাকা বাস্তবায়ন, গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩০০০ টাকা , সড়ক পরিবহন আইন ২০১৮ সংশোধন, মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুসরণ করে গাড়ি রিকুইজিশন, প্রতিটি সেক্টরে কর্মরত শ্রমিকদের নিয়োগপত্র -পরিচয়পত্র প্রদান,শ্রম আইন বিরোধী আউট সোর্সিং নিয়োগ বন্ধ ও দ্রুততম সময়ে মজুরি বোর্ড গঠন করে দ্রব্যমূল্যের সাথে সঙ্গতি রেখে ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণা করার দাবিতে গতকাল শনিবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের হল রুমে বাংলাদেশ লেবার ফেডারেশন'(বিএলএফ)র উদ্যোগে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন বাংলাদেশ লেবার ফেডারেশন (বিএলএফ) চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি নুরুল আবছার তৌহিদ, এ সময় উপস্থিত ছিলেন বিএলএফ’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাকিল আক্তার চৌধুরী , বিলস্ এর চট্টগ্রামের চেয়ারম্যান এ এম নাজিম উদ্দিন,বিএফটিইউসির চট্টগ্রাম অঞ্চলের সভাপতি কাজী আনোয়ারুল হক, বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রিজওয়ানুর রহমান খাঁন, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক কে এম শহিদুল্লাহ, শ ম জামাল উদ্দিন, জাতীয়তাবাদী রেল শ্রমিক ও কর্মচারী দলের সাধারণ সম্পাদক এম আর মঞ্জু, বাংলাদেশ জাতীয় শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, বিএলএফ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আবছার ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রবিউল হক শিমুল, চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবু আহমেদ মিয়া প্রমুখ।
নিউজটি পড়েছেন : ২৪৭