বৃহস্পতিবার,২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

পাঁচবিবিতে ধরঞ্জী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পেলেন সোহরাব হোসেন মন্ডল

পাঁচবিবিতে ধরঞ্জী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পেলেন সোহরাব হোসেন মন্ডল

পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধিঃ-জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পেলেন সোহরাব হোসেন মন্ডল। সংগঠনটির নির্বাচিত সভাপতি খবির উদ্দিন মন্ডল মৃত্যুবরণ করায় তাকে এ দায়িত্ব অর্পণ করা হয়। শুক্রবার বিকেলে কোতোয়ায়ালীবাগ উচ্চ বিদ্যালয় হলরুমে ধরঞ্জী ইউনিয়ন আওয়ামীলীগ সদস্যদের নিয়ে এক আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবু বকর ছিদ্দিক মন্ডল তাকে এ দায়িত্ব অর্পন করেন। ইতিপূর্বে সোহরাব হোসেন মন্ডল ধরঞ্জী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছিলেন। তাকে দায়িত্ব দেওয়ার বিষয়টি মুটোফোনে নিশ্চিত করেছেন।জানা যায়, ২০১২ সালে ধরঞ্জী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলনে খবির উদ্দিন মন্ডল সভাপতি ও মোমতাজুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। চলতি বছরের ২১ জুন সভাপতি খবির উদ্দিন মন্ডল মৃত্যুবরণ করায় সভাপতির পদটি শুন্য হলে ঐ কমিটির সিনিয়র সহ সভাপতি সোহরাব হোসেন মন্ডল ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা সারাদেশের দলীয় নেতাকর্মীদের নিয়ে গণভবনে বিশেষ বর্ধিত সভায় বক্তব্য প্রদানকালে সংগঠনের বিভিন্ন ইউনিটের শুন্যপদে ভারপ্রাপ্ত দায়িত্ব প্রাপ্ত নেতাদের ভারমুক্তের ঘোষনা দেন। এরই আলোকে তাকে ধরঞ্জী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পদে ভারমুক্ত করে পূর্ণ দায়িত্ব প্রদাণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ধরঞ্জী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোমতাজুর রহমান, ধরঞ্জী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচীব ও আওয়ামীগ নেতা মাহমুদুল হাসান সহ ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email