
তেঁতুলিয়ার ১৫ আগষ্ট উপলক্ষ্যে গ্রামীন ব্যাংকের গাছ বিতরণ অনুষ্ঠিত
তেতুলিয়া(পঞ্চগড়)প্রতিনিধিঃ-আজ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গ্রামীন ব্যাংকের দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির আওতায় মঙ্গলবার ১৫ আগষ্ট সকালে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার গ্রামীনব্যাংকের শাখায় সদস্যদের মাঝে গাছ বিতরণ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
“গাছে গাছে ভরবো দেশ – আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ “ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় পঞ্চগড় এরিয়া অফিসের মাধ্যমে জেলায় লক্ষাধিক চারা বিতরণ করা হয়েছে এবং বিতরণ অব্যাহত রয়েছে।
তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গ্রামীন ব্যাংক তেঁতুলিয়া শাখার সদস্যদের মাঝে বিভিন্ন ধরনের ফলজ ও বনজ গাছ বিতরণ করেন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গ্রামীনব্যাংকের এরিয়া ম্যানেজার উসমান গণি প্রামাণিক । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেঁতুলিয়া গ্রামীণব্যাংক শাখা ব্যবস্থাপক আশরাফুল ইসলাম শাহ। এছাড়াও উপস্থিত ছিলেন তেঁতুলিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মী বৃন্দ সহ গ্রামীণ ব্যাংকের সদস্যগণ উপস্থিত ছিলেন।