মঙ্গলবার,২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

সিজেকেএস অনুর্ধ্ব-১৮ ক্রিকেট চ্যালেঞ্জ টুর্নামেন্ট-২০২২ এর শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধিঃ– চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটির উদ্যোগে চট্টগ্রামের অনুর্ধ্ব-১৮ খেলোয়াড়দের নিয়ে সিজেকেএস অনুর্ধ্ব-১৮ ক্রিকেট চ্যালেঞ্জ টুর্নামেন্ট-২০২২ অদ্য ১০ অক্টোবর ২০২২ইং সকাল ১০টায় সাগরিকাস্থ মহিলা কমপেস্নক্স মাঠে উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বিসিবির সম্মানিত পরিচালক ও সিজেকেএস সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও সিজেকেএস বয়সভিত্তিক ক্রিকেটের আহ্বায়ক আলহাজ্ব আলী আব্বাস। সিজেকেএস নির্বাহী কমিটির সদস্য ও ক্রিকেট সম্পাদক এ.কে.এম আবদুল হান্নান আকবরের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য ও ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক গোলাম মহিউদ্দিন হাসান, সিজেকেএস কাউন্সিলর ও ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক শওকত হোসাইন, বিসিবির ভেন্যূ ম্যানেজার ফজলে বারী খান রম্নবেল, জেলা ক্রিকেট কোচ মহিবুল করিম মিটু প্রমুখ।উল্লেখ যে, বিসিবি কর্তৃক ডাক্তারী পরিক্ষায় চূড়ান্ত ভাবে উত্তির্ণ অনুর্ধ্ব-১৮ ক্রিকেট খেলোয়াড়দের নিয়ে ৩টি দলে উক্ত টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। দলগুলো হলো যথাক্রমে (১) সিজেকেএস সভাপতি একাদশ, (২) সিজেকেএস সাধারণ সম্পাদক একাদশ, (৩) সিজেকেএস বয়স ভিত্তিক আহ্বায়ক একাদশ। বৃষ্টির কারণে উদ্বোধনী খেলা যথা সময়ে অনুষ্ঠিত হয়নি। উক্ত খেলা আগামীকাল ফোর এইচ গ্রুপ মাঠে সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email