
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উদ্দ্যেগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮-তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 
প্রেস রিলিজঃ–গত ১৩ই আগস্ট চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮-তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিডিএ-র চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ এর সভাপতিত্বে ও সিডিএ-র সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মোঃ মোস্তফা জামালের সঞ্চালনায় উক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব কাজী ওয়াছি উদ্দিন।

অনলাইনে সংযুক্ত প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাঙ্গালী জাতি আজ যে স্বাধীনতার স্বাদ উপভোগ করছে তার রচয়িতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বঙ্গবন্ধু একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে দলমত নির্বিশেষে ভোট দিয়ে জয়যুক্ত করতে সকলের প্রতি আহবান জানান। বিশেষ অতিথি জনাব কাজী ওয়াছি উদ্দিন বলেন, বাঙ্গালী জাতির জন্য একটি কলংকময় অধ্যায় ৭৫ এর ১৫ই আগস্ট। বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশ বহু আগেই বিশ্বের মানচিত্রে এক অনন্য উচ্চতায় থাকত। বঙ্গবন্ধুকে হারিয়ে দেশ আজ অনেক কিছু হতে বঞ্চিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন। সিডিএ-র সকল কমকর্তা কমর্চারীকে দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে যথাযথভাবে দায়িত্ব পালনের আহবান জানান। উক্ত সভায় আরো বক্তব্য রাখেন আলোচনা সভার সভাপতি সিডিএ চেয়ারম্যান জনাব এম.জহিরুল আলম দোভাষ, সিডিএ-র সচিব জনাব মোহাম্মদ মিনহাজুর রহমান এবং ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী জনাব এ,এ,এম, হাবিবুর রহমান। উক্ত সভায় সিডিএ-র বোর্ড সদস্য জনাব আলী শাহ্, জনাব মোঃফারুক, প্রকৌশলী মনির উদ্দিন এবং মিসেস জিনাত সোহানা চৌধুরীসহ সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভার প্রারম্ভে ৭৫ এর ১৫ আগস্ট নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।