রবিবার,১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

দীনেশ চন্দ্র সেন’ স্মৃতি স্বর্ণ পদকে ভূষিত হন দৈনিক শুভেচ্ছা প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ব্যাংকার লায়ন দুলাল কান্তি বড়ুয়া

দীনেশ চন্দ্র সেন’ স্মৃতি স্বর্ণ পদকে ভূষিত হন দৈনিক শুভেচ্ছা প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ব্যাংকার লায়ন দুলাল কান্তি বড়ুয়া

জমির উদ্দিন 

চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ-সম্প্রতি শরৎচন্দ্র বাসভবনে অনুষ্ঠিত হয়ে আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি,ভারত এর পক্ষ থেকে ‘দীনেশচন্দ্র সেন’ স্মৃতি স্বর্ণ পদক-২০২৩,‘মৈমনসিংহ গীতিকা’র’ শতবর্ষ উপলক্ষে দীনেশ-রবীন্দ্র পত্র সম্মাননা-২০২৩ ও ‘বিশ্ব ভাতৃত্ব’ সম্মাননা-২০২৩। ‘দীনেশচন্দ্র সেন’ স্মৃতি স্বর্ণ পদকে ভূষিত হন চট্টগ্রাম বাংলাদেশের বিশিষ্ট সমাজ সেবক,লায়ন দুলাল কান্তি বড়ুয়া,’দীনেশ-রবীন্দ্র পত্র’ সম্মাননা পান রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষিকা মিনতি দত্ত মিশ্র,বিশিষ্ট সাহিত্যিক অলক মণ্ডল, বিশিষ্ট প্রাবন্ধিক,গবেষক গৌতমকুমার দে, ও ‘বিশ্ব ভাতৃত্ব সম্মাননা’ পান কবি,সাহিত্যিক ও রবীন্দ্র গবেষক,ডঃ সমীর শীল, ডি.লিট।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন আই,পি,এস সন্ধি মুখার্জী, অধ্যাপিকা জবা মুখার্জী,বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গৌতম দে, প্রতিষ্ঠিত লোকসংস্কৃতিবিদ অধ্যাপক ড.সৌগত চট্টোপাধ্যায় ও আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি,ভারত এর যুগ্ম সম্পাদক চন্দন সেন ও দেবকন্যা সেন সহ আরও অনেকে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email