বৃহস্পতিবার,২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

জয়পুরহাটে হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

জয়পুরহাটে হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

মহানগর(জয়পুরহাট)প্রতিনিধিঃ জয়পুরহাটে ডাকাতি করতে গিয়ে হত্যা মামলার মত্যুদন্ড প্রাপ্ত আসামী আমিনুল ইসলাম ওরফে রিয়াদুল (৪৫) কে গ্রেফতার করেছে র‍্যাব-০৫, জয়পুরহাট ক্যাম্প। শনিবার(১৩ আগস্ট) গভীর রাতে জয়পুরহাট সদর উপজেলার নায়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সকালে র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গ্রেফতার কৃত রিয়াদুল সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
র‍্যাব-৫, রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম জানান, ২০০৭ সালের ১৭ ডিসেম্বর রাতে একটি ডাকাত দল উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের বাস মজিবর রহমানের ঘরে ঢুকে মজিবরকে ছুরিকাঘাত করে ঘরে থাকা ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা মজিবরকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার দুদিন পর নিহতের ছেলে আব্দুর রাজ্জাক বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা করেন।
চলতি বছরের ১৯ জুন জয়পুরহাট-২ আদালতের বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ আবাস উদ্দিন এ মামলায় ৩জনের মত্যুদন্ডের রায় দেন এবং ১০ হাজার টাকা করে জরিমানা করেন। একই মামলার অন্য একটি ধারায় তাদের ১০ বছর কারাদন্ডের পাশাপাশি আরও ১০ হাজার টাকা করে জরিমানা করেন।
পরে গ্রেফতারকৃত আসামীকে সদর থানায় হস্তান্তর করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email