সোমবার,১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

বর্ষার কদম ফুল —-মাদল বড়ুয়া

 বর্ষার কদম ফুল 
 মাদল বড়ুয়া

কদম ফুল কদম ফুল
কেন হয়না একটু ভুল?
বর্ষাকালে ফোট,
বৃষ্টি ধারা মাথায় নিয়ে
হৃদয় বীণায় সুর দিয়ে
দূর আকাশে ছুটো।

বর্ষা মৌসুমে আস তুমি
মাতৃভূমির কপাল চুমি
কাঁপিয়ে দাও মন,
ললনা নাচে ছন্দে ছন্দে
কদম ফুলের নতুন গন্ধে
করিয়া শনশন।

তোমার রূপে পাগল হয়ে
বর্ষা মৌসুমের কথা কহে
কবিতা লিখে কবি,
ভাষায় কবি হারিয়ে গিয়ে
কথার মালা ছড়িয়ে দিয়ে
আঁকে রঙিন ছবি।

বর্ষাকে তুমি রাঙিয়ে দাও
সৌরভ ছড়িয়ে ফিরে চাও
কিসের জন্য করো?
তোমার জন্য সারাটা বছর
কাটিয়ে ফেলি দিবস প্রহর
আমার হাত ধরো।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email