রবিবার,১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

“শিক্ষার্থীদের সুন্দর জীবন গঠনে পড়ালেখার পাশাপাশি কাব-স্কাউটিং প্রয়োজন” 

“শিক্ষার্থীদের সুন্দর জীবন গঠনে পড়ালেখার পাশাপাশি কাব-স্কাউটিং প্রয়োজন” 

শিমুল চৌধুরী(চট্টগ্রাম মহানগর)প্রতিনিধিঃ-গত ৯ আগস্ট ২০২৩ চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও চট্টগ্রাম মেট্রোপলিটন জেলা স্কাউটস সহ-সভাপতি জনাব মোঃ শহীদুল ইসলাম এর বিদায় সংবর্ধনা নগরীর নন্দনকাননস্থ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সম্মেলন কক্ষে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব রিটন কুমার বড়ুয়ার সভাপতিত্বে বিকাল ৩:৩০ টায় অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন জেলা কাব লিডার ও ওয়াপদা কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ ওবাইদুল্লাহ’র সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে ডিপিইও বলেন,শিক্ষার্থীদের সুন্দর জীবন গঠনের জন্য পড়ালেখার পাশাপাশি কাব-স্কাউটিং করা প্রয়োজন । এক্ষেত্রে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশ প্রেমে উদ্ধুদ্ধ হয়ে স্মার্ট বাংলাদেশ গঠনে এগিয়ে আসতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মেট্রোপলিটন এলাকায় সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুইটি করে কাবদল গঠন এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিট লিডার দ্বারা দল পরিচালনা সফল বাস্তবায়ন হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। দীর্ঘ চার বছর চট্টগ্রাম জেলায় ডিপিইও-এর দায়িত্ব পালন শেষে তিনি বলেন,চট্টগ্রাম মেট্রোপলিটন ও চট্টগ্রাম জেলায় প্রাথমিক শিক্ষার সামগ্রিক মানোন্নয়ন,কাব-স্কাউটিং কার্যক্রম সম্প্রসারণে কর্মকর্তা,শিক্ষক এবং স্কাউটস কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা ছিল। বিশেষ করে প্রাথমিক শিক্ষায় কাব-স্কাউটিং কার্যক্রম শতভাগ বাস্তবায়নে সকল দায়িত্ব সফলভাবে সম্পন্ন করতে পেরে নিজেকে ধন্য মনে করেন। চট্টগ্রাম মেট্রোপলিটন জেলা স্কাউটস তাঁর বিদায় লগ্নে সংবর্ধনা দেওয়ায় নির্বাহী কমিটি এবং স্কাউটস কর্মকর্তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সভাপতির বক্তব্যে এডিপিইও রিটন কুমার বড়ুয়া বলেন, কাব-স্কাউটিং কার্যক্রম এর মাধ্যমে আমরা গড়ে তুলতে পারি একটা সুন্দর ও সুশৃঙ্খল জাতি। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন ও চট্টগ্রাম জেলায় প্রাথমিক বিদ্যালয় সমূহে কাবিং কার্যক্রম জোরদার করণে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শহীদুল ইসলামের অনন্য অবদান ভূয়সী প্রশংসা করেন।
এতে বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা কাব লিডার মোহাম্মদ ফেরদৌস আকতার(এএলটি), রুমা বড়ুয়া(এএলটি), আজাদ ইকবাল পারভেজ (উডব্যাজার), সৌমেন সেন(উডব্যাজার) ও সানজিদা আজাদ রুপা (উডব্যাজার)প্রমুখ। সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন ও চট্টগ্রাম জেলা স্কাউটসের বিভিন্ন কর্মকর্তা ও ইউনিট লিডারগণ উপস্থিত ছিলেন। সংবর্ধনা সভা শেষে বিদায়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শহীদুল ইসলামকে চট্টগ্রাম মেট্রোপলিটন জেলা স্কাউটস এর পক্ষ হতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email