
আজ ০৯ আগস্ট সন্ধ্যা ০৬ টা হতে আগামীকাল ১০আগস্ট সন্ধ্যা ০৬ টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকা সমূহের জন্য আবহাওয়ার স্থানীয় পূর্বাভাসঃ
আবহাওয়াঃ আকাশ মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সে সাথে, অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে, কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া, চট্টগ্রাম বিভাগের পাহাড়ী অঞ্চল সমূহে ভূমি ধসের আশংকা রয়েছে।

তাপমাত্রাঃ রাতের তাপমাত্রা প্রায় আপরিবর্তিত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।
আগামীকাল ১০ আগস্ট সূর্যোদয়ঃ-ভোর ০৫ টা ২৮ মিনিট
সূর্যান্তঃ সন্ধ্যা ০৬ টা ২৮ মিনিট
আগামীকাল ১০ আগষ্ট কর্ণফুলী নদীর জোয়ার-ভাটার ****সময় সূচীঃ****
১ম জোয়ার শুরু-রাত ০১ টা ৩৩ মিনিট
১ম ভাটা শুরু-সকাল ০৭ টা ৫৫ মিনিট
২য় জোয়ার শুরু-দুপুর ০২ টা ২৯ মিনিট
২য় ভাটা শুরু-রাত ০৮ টা ২৬ মিনিট
চট্টগ্রাম সমুদ্র বন্দরের জন্য সতর্কবানীঃ নাই।
এবং চট্টগ্রাম নদী বন্দরের জন্য সতর্কবানীঃ ০১ (এক) নম্বর নৌ-সতর্ক সংকেত।