
বিডিএস ( বাংলাদেশ ডিজিটাল সার্ভে) এর সূতিকাগার হচ্ছে চট্টগ্রাম: ভূমিমন্ত্রী
শিমুল চৌধুরী(চট্টগ্রাম মহানগর)প্রতিনিধিঃ––
অদ্য ৬ জুলাই সকাল ১০:৩০ ঘটিকায় শুরূ হওয়া ডিজিটাল ভূমি জরিপের সমস্যা সম্ভাবনা বিষয়ক সেমিনারে ভূমি মন্ত্রণালয়ের সচিব মো: খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম,প্রধান বক্তা মো: আব্দুল মালিক ও জোনাল সেটেলমেন্ট অফিসার আফিয়া আক্তার।জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এর স্বাগত বক্তব্যে শুরু হয় উক্ত সেমিনারটি।সেমিনারে চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক , উপজেলা নির্বাহী অফিসার,সহকারী কমিশনার ( ভূমি), কানুনগো, তহশীলদার ও সার্ভেয়ারগন উপস্থিত ছিলেন।ডিজিটাল ভুমি জরিপের সমস্যা ও সম্ভাবনা নিয়ে উপস্থাপন করেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জহুরুল হক।এতে চট্টগ্রাম জেলার সকল অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ( ভুমি), কানুনগো, তহশীলদার ও সার্ভেয়ারগণ উপস্থিত ছিলেন। উক্ত সেমিনারে সকলের প্রশ্নোত্তর ও মতবিনিময়ে অনেক সমস্যা উত্তাপিত হয় ও এ প্রেক্ষিতে সমাধান করা হয়।
স্বাগত বক্তব্যে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, চট্টগ্রাম জেলায় ভূমি সেবা সম্পূর্ণ অনলাইনে দেয়া হচ্ছে।ভূমি উন্নয়ন কর,নামজারী, মিসকেইস রেন্ট সার্টিফিকেট মামলা সহ ক্যাশলেস ভূমি সেবা এখন চট্টগ্রাম জেলার মানুষের দৌড়গোড়ায়। বিডিএস জরিপ শেষ হলে ভূমির অনেক সমস্যা লাঘব হবে যার ফলে জরিপের ত্রুটি দূর হলে সেবা আরও সহজীকরণ হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম বলেন, বর্তমানে ভূমি সেবা অনলাইনে হওয়ায় মানুষের সন্তুষ্টি দেখা যায়। সকল কাজ স্বচ্ছতা ও দ্রততার সাথে হওয়ায় ভূমি সেক্টর বেগবান হয়েছে।দূর্নীতির মাত্রা কমেছে।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, দেশে বিডিএস এর যাত্রা শুরু হলো আমার শহর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাধ্যমে।বিডিএস EDMLS প্রকল্পের মাধ্যমে কার্যক্রম শেষ হবে।এতে করে দেশের সকল ভূমি BDS জরিপের আওতায় আসবে। প্রায় ১৩০ বছর পর হতে যাচ্ছে ডিজিটাল সার্ভে। তিনি সকলকে ভূমি মন্ত্রণালয়ের অর্পিত দায়িত্ব পালন করার জন্যে সকল কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।
নিউজটি পড়েছেন : ২৭৩